ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে মডেল মসজিদ নির্মাণের মালামাল নিতে গিয়ে জনতার প্রতিবাদ

জাকিরুল ইসলাম,জামালপুর::

জামালপুর সদর উপজেলার মডেল মসজিদ নির্মাণের মালামাল নিয়ে যাওয়ার সময় জনতার তোপের মুখে পড়েন আওয়ামী লীগ নেতার স্ত্রী। ঘটনাটি ঘটে শনিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) সকালে, যখন আওয়ামী লীগের পলাতক নেতা বাবুল কমিশনারের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল স্থানীয় প্রশাসনকে না জানিয়ে গোপনে নিয়ে যাওয়া হচ্ছিল।

জানা গেছে, মডেল মসজিদের নির্মাণ কাজটি মির্জা আজম তমা কনস্ট্রাকশন নামক প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে, তবে এর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বাবুল কমিশনার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। স্থানীয় জনতারা অভিযোগ করেছেন যে, বাবুল কমিশনারের প্রতিষ্ঠানের সরঞ্জাম গোপনে সরানোর চেষ্টা করা হচ্ছিল।

এ সময় এলাকাবাসী তীব্র প্রতিবাদ জানিয়ে মালামালসহ গাড়ি আটক করে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং উদ্ধারকৃত মালামাল ইসলামী ফাউন্ডেশন-এর হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে ইসলামী ফাউন্ডেশনের জামালপুর সদরের ফিল্ড সুপারভাইজার এস এম আবুল হাসেম বলেন, “আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, যাতে এই ধরনের কার্যক্রম দ্রুত বন্ধ করা হয় এবং প্রকল্পের মালামাল যথাযথভাবে ইসলামী ফাউন্ডেশনের নিয়ন্ত্রণে রাখা হয়।”

এলাকাবাসী এ ঘটনার পর প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং স্বাধীনতা ও জাতির স্বার্থে সব ধরনের অনিয়মের বিরুদ্ধে সক্রিয় হওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
৫৩৮ বার পড়া হয়েছে

জামালপুরে মডেল মসজিদ নির্মাণের মালামাল নিতে গিয়ে জনতার প্রতিবাদ

আপডেট সময় ০৬:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

জামালপুর সদর উপজেলার মডেল মসজিদ নির্মাণের মালামাল নিয়ে যাওয়ার সময় জনতার তোপের মুখে পড়েন আওয়ামী লীগ নেতার স্ত্রী। ঘটনাটি ঘটে শনিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) সকালে, যখন আওয়ামী লীগের পলাতক নেতা বাবুল কমিশনারের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল স্থানীয় প্রশাসনকে না জানিয়ে গোপনে নিয়ে যাওয়া হচ্ছিল।

জানা গেছে, মডেল মসজিদের নির্মাণ কাজটি মির্জা আজম তমা কনস্ট্রাকশন নামক প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে, তবে এর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বাবুল কমিশনার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। স্থানীয় জনতারা অভিযোগ করেছেন যে, বাবুল কমিশনারের প্রতিষ্ঠানের সরঞ্জাম গোপনে সরানোর চেষ্টা করা হচ্ছিল।

এ সময় এলাকাবাসী তীব্র প্রতিবাদ জানিয়ে মালামালসহ গাড়ি আটক করে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং উদ্ধারকৃত মালামাল ইসলামী ফাউন্ডেশন-এর হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে ইসলামী ফাউন্ডেশনের জামালপুর সদরের ফিল্ড সুপারভাইজার এস এম আবুল হাসেম বলেন, “আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, যাতে এই ধরনের কার্যক্রম দ্রুত বন্ধ করা হয় এবং প্রকল্পের মালামাল যথাযথভাবে ইসলামী ফাউন্ডেশনের নিয়ন্ত্রণে রাখা হয়।”

এলাকাবাসী এ ঘটনার পর প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং স্বাধীনতা ও জাতির স্বার্থে সব ধরনের অনিয়মের বিরুদ্ধে সক্রিয় হওয়ার দাবি জানিয়েছেন।