ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

জাকিরুল ইসলাম,জামালপুর::

জামালপুরে “দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি, আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিসের সামনে এসে শেষ হয়। পরে ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। তিনি তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত প্রদর্শনী মেলার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, “তরুণরাই জাতির ভবিষ্যৎ, তাদের মেধা ও পরিশ্রমই দেশকে এগিয়ে নিয়ে যাবে। বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে তাদের এগিয়ে আসতে হবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, যিনি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক মীর এখলাছ তার বক্তব্যে উচ্চশিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং বেকার সমস্যা নিরসনে অধিক কর্মসংস্থান সৃষ্টির দাবি জানান। প্রধান অতিথি তার বক্তব্যকে স্বাগত জানিয়ে এই দাবিগুলোকে যথাযথ ও সময়োপযোগী বলে মন্তব্য করেন।

এছাড়া জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহিদ পিংকি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম খান, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের প্রশাসকগণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা তরুণদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান এবং যুবসমাজের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
৫০৯ বার পড়া হয়েছে

জামালপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:১৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

জামালপুরে “দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি, আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিসের সামনে এসে শেষ হয়। পরে ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। তিনি তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত প্রদর্শনী মেলার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, “তরুণরাই জাতির ভবিষ্যৎ, তাদের মেধা ও পরিশ্রমই দেশকে এগিয়ে নিয়ে যাবে। বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে তাদের এগিয়ে আসতে হবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, যিনি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক মীর এখলাছ তার বক্তব্যে উচ্চশিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং বেকার সমস্যা নিরসনে অধিক কর্মসংস্থান সৃষ্টির দাবি জানান। প্রধান অতিথি তার বক্তব্যকে স্বাগত জানিয়ে এই দাবিগুলোকে যথাযথ ও সময়োপযোগী বলে মন্তব্য করেন।

এছাড়া জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহিদ পিংকি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম খান, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের প্রশাসকগণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা তরুণদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান এবং যুবসমাজের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464