জামালপুরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল
জামালপুরে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ফৌজদারি মোড় থেকে শুরু হওয়া এই মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনটির জামালপুর জেলা আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস ও যুগ্ম আহ্বায়ক আফরিন জান্নাত আঁখি।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচারী আখ্যা দিয়ে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানান। তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে আওয়ামী লীগ সরকারের অধীনে সংঘটিত গুম, খুন, দুর্নীতি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিচার করতে হবে। এছাড়া তারা জুলাই মাসে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।
ট্যাগস :