জরুরি ভিত্তিতে বাজার ব্যবস্থা সংস্কারের আহ্বান: সাইফুল হক
ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৫: উৎপাদক ও জনগণকে রক্ষার জন্য বাজার ব্যবস্থা সংস্কারের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
রোববার (২৬ জানুয়ারি) বিকেলে ঢাকার দোহারের লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উপজেলা শাখার কর্মী সমাবেশে তিনি এ আহ্বান জানান।
সাইফুল হক বলেন, “বাজার ব্যবস্থার মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বাজারে মানুষ কিনতেও ঠকে, আবার বেচতেও ঠকে। উৎপাদক ও জনগণকে রক্ষায় বাজার ব্যবস্থার সংস্কার এখন সময়ের দাবি। তবে শুধু বাজার সংস্কারই যথেষ্ট নয়। রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করতে হবে। কারণ, বিদ্যমান আয় বৈষম্য টিকিয়ে রেখে সমাজে সাম্য প্রতিষ্ঠা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, দেশে এখনও পাকিস্তানি জমানার মতো দুই সমাজ ও দুই অর্থনীতি চলছে। রাজনৈতিক সংস্কারের প্রতি আগ্রহ দেখা গেলেও অর্থনৈতিক সংস্কারে তেমন আগ্রহ নেই। এরই মধ্যে অনেক সংস্কার কমিশন গঠন হলেও বৈষম্য বিলোপে কোনো কমিশন গঠন করা হয়নি।
সমাবেশে তিনি সরকারের প্রতি আক্ষেপ প্রকাশ করে বলেন, “গত সাড়ে পাঁচ মাসে অর্থনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সাইফুল হক বলেন, রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। কারও ভুল বা হঠকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট হতে দেওয়া যাবে না। ছাত্র ও শ্রমিক জনতার ঐক্য শোষণহীন সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে। একে রক্ষা করতে সবাইকে একত্রে কাজ করতে হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দোহার উপজেলা কমিটির সম্পাদক আবদুল হাকিম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহিনশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সদস্য ন্লিগ্ধা সুলতানা ইভা, পার্টির নবাবগঞ্জ জেলার সংগঠক শাহাদাত হোসেন খোকন এবং খন্দকার আলী আব্বাস স্মৃতি সংসদের নেতা আজহারুল হক প্রমুখ।