জয়পুরহাটে পৌরসভার সেবা উন্নয়ন ছাড়া হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
জয়পুরহাট পৌরসভার নাগরিক সেবার মান উন্নয়ন না করেই এখতিয়ার বহির্ভূতভাবে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) সকাল ১১টা ১৫ মিনিটে শহরের জিরো পয়েন্ট মসজিদ মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনের আয়োজন করে সচেতন পৌর নাগরিক সমাজ ও গ্রীন এন্ড ক্লিন জয়পুরহাট।
সভায় সভাপতিত্ব করেন সচেতন পৌর নাগরিক সমাজের আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব।
এসময় বক্তব্য দেন, জয়পুরহাট সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা মতিয়র রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, গ্রিন এন্ড ক্লিন জয়পুরহাটের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, শিক্ষাবিদ অধ্যক্ষ আলী হাসান মুক্তা প্রমুখ
বক্তারা অভিযোগ করেন, পৌরসভার রাস্তাঘাট জরাজীর্ণ, অনেক জায়গায় পানি জমে থাকে। বাসাবাড়ির ডাস্টবিনে ময়লা ফেলার জন্য মাসে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে, অথচ সেবার মান বাড়েনি। জিরো পয়েন্ট এলাকায় কোনো আলোর ব্যবস্থা নেই, সন্ধ্যার পর অন্ধকার থাকে। রাস্তার কার্পেটিং কাজ নিম্নমানের হওয়ায় কয়েক দিনের মধ্যেই উঠে যাচ্ছে। পৌরসভা প্রশাসকের দুর্নীতি ও গাফেলতির কারণে নাগরিকরা মৌলিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা বলেন, উন্নয়নমূলক কাজের মান নিশ্চিত করতে হবে এবং পূর্বের ন্যায় হোল্ডিং ট্যাক্স বহাল রাখতে হবে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়ানোর জন্য জোর দাবি জানান তারা।