ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে নারীদের খেলার সুষ্ঠু পরিবেশের দাবিতে মানববন্ধন

সুকমল চন্দ্র বর্মন, জয়পুরহাট::

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা বন্ধ করতে বেড়া ভাঙচুরের ঘটনার প্রতিবাদ ও খেলার সুষ্ঠু পরিবেশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে জেলা খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট নারী ফুটবল ক্লাবের সভাপতি শামস মতিনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সাবেক জেলা ক্রীড়া অফিসার মহিউদ্দীন, নারী ফুটবল ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল কাউসার জনি, ক্রীড়া সংগঠক এসএম আসিফ শাহরিয়ার, নারী ফুটবলার পপি, রানী, সাদিয়া প্রমুখ।

বক্তারা জানান, জয়পুরহাটে দীর্ঘদিন ধরে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা চলে আসছে, যার ফলে এ জেলায় অনেক নারী ক্রীড়াবিদ গড়ে উঠেছেন। কিন্তু একটি রাজনৈতিক মহল ষড়যন্ত্রমূলকভাবে ক্রীড়াঙ্গন বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে আক্কেলপুরে নারী দলের ফুটবল খেলার মাঠে বেড়া ভাঙচুর করা হয়েছে।

বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জয়পুরহাটে নারীদের ক্রীড়া চর্চার নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। তারা প্রশাসনের কাছে দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

স্থানীয় ক্রীড়াবিদ ও সংগঠকরা জানান, নারীদের খেলাধুলার জন্য একটি নিরাপদ ও স্বাধীন পরিবেশ নিশ্চিত করা জরুরি, যাতে তারা নির্বিঘ্নে প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশ নিতে পারে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫২:৪২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
৫০৭ বার পড়া হয়েছে

জয়পুরহাটে নারীদের খেলার সুষ্ঠু পরিবেশের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৪:৫২:৪২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলা বন্ধ করতে বেড়া ভাঙচুরের ঘটনার প্রতিবাদ ও খেলার সুষ্ঠু পরিবেশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে জেলা খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট নারী ফুটবল ক্লাবের সভাপতি শামস মতিনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সাবেক জেলা ক্রীড়া অফিসার মহিউদ্দীন, নারী ফুটবল ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল কাউসার জনি, ক্রীড়া সংগঠক এসএম আসিফ শাহরিয়ার, নারী ফুটবলার পপি, রানী, সাদিয়া প্রমুখ।

বক্তারা জানান, জয়পুরহাটে দীর্ঘদিন ধরে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা চলে আসছে, যার ফলে এ জেলায় অনেক নারী ক্রীড়াবিদ গড়ে উঠেছেন। কিন্তু একটি রাজনৈতিক মহল ষড়যন্ত্রমূলকভাবে ক্রীড়াঙ্গন বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে আক্কেলপুরে নারী দলের ফুটবল খেলার মাঠে বেড়া ভাঙচুর করা হয়েছে।

বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জয়পুরহাটে নারীদের ক্রীড়া চর্চার নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। তারা প্রশাসনের কাছে দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

স্থানীয় ক্রীড়াবিদ ও সংগঠকরা জানান, নারীদের খেলাধুলার জন্য একটি নিরাপদ ও স্বাধীন পরিবেশ নিশ্চিত করা জরুরি, যাতে তারা নির্বিঘ্নে প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশ নিতে পারে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464