ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

সুকমল চন্দ্র বর্মন, জয়পুরহাট::

জয়পুরহাটের কালাই উপজেলার ঠুসিগাড়ি এলাকায় ঘন কুয়াশার মধ্যে বালু ও সিমেন্ট বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের ব্র্যাক অফিস ও পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

কালাই থানার ওসি মো. জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিমেন্ট বোঝাই ট্রাকের চালক এনামুল হক (৩৫) ঘটনাস্থলেই মারা যান। নিহত এনামুল হক জয়পুরহাট সদর উপজেলার একাডেমী নগরের মো. আলীর ছেলে। দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনার পরপরই কালাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিন থেকে চালকের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়, তবে পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এ দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩২:২৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
৫৫৪ বার পড়া হয়েছে

জয়পুরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

আপডেট সময় ০৫:৩২:২৭ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

জয়পুরহাটের কালাই উপজেলার ঠুসিগাড়ি এলাকায় ঘন কুয়াশার মধ্যে বালু ও সিমেন্ট বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের ব্র্যাক অফিস ও পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

কালাই থানার ওসি মো. জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিমেন্ট বোঝাই ট্রাকের চালক এনামুল হক (৩৫) ঘটনাস্থলেই মারা যান। নিহত এনামুল হক জয়পুরহাট সদর উপজেলার একাডেমী নগরের মো. আলীর ছেলে। দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনার পরপরই কালাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিন থেকে চালকের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়, তবে পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এ দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।