ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুকমল চন্দ্র বর্মন, জয়পুরহাট::

ছবি: বিক্ষোভ মিছিল

জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

সকাল ১১টায় জেলা তাঁতী দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ডা. আবুল কাসেম ময়দানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন, জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন

উপস্থিত বক্তারা হলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, বিএনপি নেতা মতিয়র রহমান, কালাই উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মনজুরুল হক, ক্ষেতলাল উপজেলা তাঁতী দলের আহ্বায়ক সুজাউল হোসেন, শহর ছাত্রদলের আহ্বায়ক গোলাম মাহফুজ।

বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং বাংলাদেশের তাঁত শিল্পের উন্নয়নে সরকারের সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান। এছাড়াও, জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবর রহমানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান জানান তাঁতী দলের নেতারা।

এর আগে সকাল ৮টায় শহরের ২নং স্টেশন রোডে শহর বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী গোলাম মোস্তফা। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জেলা তাঁতী দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রানবন্ত হয়ে ওঠে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
৫৩৪ বার পড়া হয়েছে

জয়পুরহাটে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ০৬:৪৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

সকাল ১১টায় জেলা তাঁতী দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ডা. আবুল কাসেম ময়দানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন, জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন

উপস্থিত বক্তারা হলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, বিএনপি নেতা মতিয়র রহমান, কালাই উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মনজুরুল হক, ক্ষেতলাল উপজেলা তাঁতী দলের আহ্বায়ক সুজাউল হোসেন, শহর ছাত্রদলের আহ্বায়ক গোলাম মাহফুজ।

বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং বাংলাদেশের তাঁত শিল্পের উন্নয়নে সরকারের সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান। এছাড়াও, জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবর রহমানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান জানান তাঁতী দলের নেতারা।

এর আগে সকাল ৮টায় শহরের ২নং স্টেশন রোডে শহর বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী গোলাম মোস্তফা। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জেলা তাঁতী দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রানবন্ত হয়ে ওঠে।