জয়পুরহাটে ছাত্র শিবির আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ
জয়পুরহাটে বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় জয়পুরহাট সুগার মিল প্রশিক্ষণ কেন্দ্রে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজক ছিলেন জয়পুরহাট জেলা ইসলামী ছাত্র শিবির।
জেলা ছাত্র শিবিরের সভাপতি তারেক হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়জুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ডিয়ান পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের।
শুভেচ্ছা বক্তব্য দেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডা: ফজলুর রহমান সাঈদ, সদর থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এবং অভিভাবকদের পক্ষে হাসনাতুল কবির।
আয়োজকরা জানান, গত ২৫ জুলাই জয়পুরহাট সরকারি কলেজে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছিল। স্কুল ও কলেজ পর্যায়ের ‘ক’ ও ‘খ’ গ্রুপে মোট ৫০০ শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে প্রতিটি গ্রুপ থেকে ২৫ জন শিক্ষার্থীকে মোট ৫০ জনকে পুরস্কার প্রদান করা হয়।