জয়পুরহাটে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই -প্রতিপাদ্যে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শহরের সার্কিট হাউজ মাঠে ফুটবল ও কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলার পর ছয় দিনব্যাপী আয়োজিত অ্যাথলেটিক্স, সাইক্লিং, কাবাডি, হ্যান্ডবল, ভলিবল, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিনটনসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.এ মামুন খান চিশতী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, উজ্জ্বল বাইন এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।