জয়পুরহাটে এস আলম গ্রুপের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন
ইসলামী ব্যাংকে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, ভুয়া সার্টিফিকেটধারী অযোগ্য ব্যক্তিদের চাকরি দেওয়া এবং এস আলম গ্রুপের বিরুদ্ধে নানা অভিযোগের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (তারিখ: xx অক্টোবর) সকাল ১১টায় শহরের সদর রোডে ইসলামী ব্যাংকের প্রধান শাখার সামনে এ কর্মসূচি আয়োজন করে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম জয়পুরহাট জেলা শাখা।
বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের দখল নেওয়ার পর থেকেই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম চলছে। বিজ্ঞাপন ছাড়াই, কোনো পরীক্ষা ছাড়াই এবং মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পানের দোকানদার, গৃহকর্মী, অটোরিকশাচালক, রাজমিস্ত্রির সহকারী ও রংমিস্ত্রিদের মতো অশিক্ষিত বা অর্ধশিক্ষিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা জানান, এভাবে মোট ৮,৩৪০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে, যা ব্যাংকের নীতি ও পেশাদার মানদণ্ডের পরিপন্থী।
বিক্ষোভে বক্তারা এসব নিয়োগ বাতিল ও জড়িতদের বিরুদ্ধে তদন্ত দাবি করেন। তারা বলেন, ইসলামী ব্যাংকের বিশ্বাসযোগ্যতা ও পেশাগত মান রক্ষার স্বার্থে এই অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের গ্রাহক ও জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি বেলাল হোসেন মোল্লা, অধ্যক্ষ আব্দুল হাকিম, পূর্ব বাজার কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবিব, অধ্যাপক নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, এনামুল হক, চাকরিপ্রত্যাশী ইমনার হোসেন জুয়েল ও পিয়ারুল প্রমুখ।
বক্তারা আরও বলেন, ব্যাংক খাতের শৃঙ্খলা ও সুনাম রক্ষায় সরকার এবং বাংলাদেশ ব্যাংককে দ্রুত পদক্ষেপ নিতে হবে।










