জয়পুরহাটের সাবেক পিপি ও সাংবাদিক নৃপেন্দ্রনাথ মন্ডল আর নেই
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল (৭১) আর নেই। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় জয়পুরহাট শহরের আরাফাত নগর মহল্লার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে ডায়াবেটিক, কিডনি ও লিভারজনিত রোগে ভুগছিলেন তিনি।
নৃপেন্দ্রনাথ মন্ডল জয়পুরহাট আইনজীবী সমিতির একাধিকবার সভাপতি ছিলেন এবং জেলা ও দায়রা জজ আদালতের পিপি হিসেবে দায়িত্ব পালন করেন। আইন পেশার পাশাপাশি সাংবাদিকতায়ও তিনি ছিলেন সক্রিয়। জয়পুরহাট থেকে প্রকাশিত একটি স্থানীয় পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে কাজ করেছেন। তিনি ঢাকার একটি জাতীয় দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি রাজনৈতিকভাবেও সক্রিয় ছিলেন। প্রবীণ এই আইনজীবী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘ সময় ধরে যুক্ত ছিলেন। তিনি জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডলের আইনজীবী সহকারী উজ্জ্বল সরকার জানান, তিনি দীর্ঘ নয় মাস অসুস্থ থাকার পর চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। চিকিৎসা শেষে রবিবার গভীর রাতে তাকে নিজ বাসায় ফিরিয়ে আনা হয়। সোমবার সকালে তিনি মারা যান।
তাকে দুপুরে জয়পুরহাট আইনজীবী সমিতিতে শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়ি আক্কেলপুর উপজেলার ভদ্রকালিতে নেওয়া হয়। বিকেলে জয়পুরহাটের খঞ্জনপুর মহাশ্মশানে তার দাহ সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে জয়পুরহাট প্রেসক্লাব, আইনজীবী সমিতি এবং আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। তারা তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নৃপেন্দ্রনাথ মন্ডল তার স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জয়পুরহাটের আইন ও সাংবাদিকতা অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা অভিমত ব্যক্ত করেছেন।