ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের কামড়ে ১৫জন আহত

সুকমল চন্দ্র বর্মন। জয়পুরহাট::

 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর হিন্দুপাড়া ও চকশিমুলীয়া গ্রামের শিশুসহ নারী-পুরুষ ১৫ জন শিয়ালের কামড়ে গুরতর আহত হয়েছেন। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক সরকারি হাসপাতাল থেকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

শিয়ালের আক্রমণ থেকে রক্ষা পেতে গ্রামবাসী লাঠি হাতে দলবেঁেধ মাঠে নেমেছেন। শিয়ালের অত্যাচারে মাঠে কাজ করতে অনেকেই ভয় পাচ্ছেন। এ কারণে অনেকেই আবার দেশিয় অস্ত্রসহ মাঠে কাজ করছেন। গত সোমবার ও মঙ্গলবার দুই দিনে মাঠে ও বাড়ির সামনে ১৫ জনকে শিয়াল কামড়ানোর ঘটনা ঘটেছে।

সরেজমিনে জানা যায়, ঘটনার প্রথমদিন গত সোমবার রতনপুর পূর্ব হিন্দুপাড়া গ্রামের অধির চন্দ্র (৬০), স্বপনের স্ত্রী প্রভাতী রানী, পশ্চিম হিন্দুপাড়ার নেপাল চন্দ্র বর্মনকে (১৮) কামড়ায় পাগলা শিয়ালটি। এরপরে রতনপুরের আশেপাশের চকশিমুলিয়া ও নদীরধান এলাকাতে শিয়াল কামড়ানোর ঘটনা ঘটতে থাকে। চকশিমুলীয়া গ্রামের মুকুল হোসেনের দু’টি ছাগলের কান কামড়ে ছিড়ে নিয়েছে শিয়ালটি।

রতনপুর (নয়াপাড়া) গ্রামের শামিম হোসেন বলেন, দিনের বেলা বাড়ির সামনে আমার ছোট ছেলে নূর আলিফ (৩) খেলা করছিল ও পাশেই তার মা কাজ করছিল। একটি শিয়াল ছুটে এসে ছেলের হাতে কামড় দেয়।

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা . সামছুজ্জোহা বলেন, শিয়াল, কুকুর বা বিড়াল কামড় অথবা আঁচড়ে দিলে বিচলিত হওয়ার কিছু নেই। এমন ঘটনায় প্রাথমিক চিকিৎসা হলো প্রথমেই ক্ষতস্থান সাবান ও পানি দিয়ে ১৫-২০ মিনিট ভালো করে ধুয়ে পরিস্কার করতে হবে। এরপর দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল থেকে ভ্যাকসিন গ্রহণ করতে হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১২:২৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
৫১১ বার পড়া হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের কামড়ে ১৫জন আহত

আপডেট সময় ১২:২৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর হিন্দুপাড়া ও চকশিমুলীয়া গ্রামের শিশুসহ নারী-পুরুষ ১৫ জন শিয়ালের কামড়ে গুরতর আহত হয়েছেন। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক সরকারি হাসপাতাল থেকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

শিয়ালের আক্রমণ থেকে রক্ষা পেতে গ্রামবাসী লাঠি হাতে দলবেঁেধ মাঠে নেমেছেন। শিয়ালের অত্যাচারে মাঠে কাজ করতে অনেকেই ভয় পাচ্ছেন। এ কারণে অনেকেই আবার দেশিয় অস্ত্রসহ মাঠে কাজ করছেন। গত সোমবার ও মঙ্গলবার দুই দিনে মাঠে ও বাড়ির সামনে ১৫ জনকে শিয়াল কামড়ানোর ঘটনা ঘটেছে।

সরেজমিনে জানা যায়, ঘটনার প্রথমদিন গত সোমবার রতনপুর পূর্ব হিন্দুপাড়া গ্রামের অধির চন্দ্র (৬০), স্বপনের স্ত্রী প্রভাতী রানী, পশ্চিম হিন্দুপাড়ার নেপাল চন্দ্র বর্মনকে (১৮) কামড়ায় পাগলা শিয়ালটি। এরপরে রতনপুরের আশেপাশের চকশিমুলিয়া ও নদীরধান এলাকাতে শিয়াল কামড়ানোর ঘটনা ঘটতে থাকে। চকশিমুলীয়া গ্রামের মুকুল হোসেনের দু’টি ছাগলের কান কামড়ে ছিড়ে নিয়েছে শিয়ালটি।

রতনপুর (নয়াপাড়া) গ্রামের শামিম হোসেন বলেন, দিনের বেলা বাড়ির সামনে আমার ছোট ছেলে নূর আলিফ (৩) খেলা করছিল ও পাশেই তার মা কাজ করছিল। একটি শিয়াল ছুটে এসে ছেলের হাতে কামড় দেয়।

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা . সামছুজ্জোহা বলেন, শিয়াল, কুকুর বা বিড়াল কামড় অথবা আঁচড়ে দিলে বিচলিত হওয়ার কিছু নেই। এমন ঘটনায় প্রাথমিক চিকিৎসা হলো প্রথমেই ক্ষতস্থান সাবান ও পানি দিয়ে ১৫-২০ মিনিট ভালো করে ধুয়ে পরিস্কার করতে হবে। এরপর দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল থেকে ভ্যাকসিন গ্রহণ করতে হবে।