জয়পুরহাটের কালাইয়ে শিয়ালের কামড়ে শিশুসহ ৯ জন আহত
জয়পুরহাটের কালাই পৌরসভার সড়াইল ও আঁওড়া গ্রামে শিয়ালের কামড়ে শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। হঠাৎ শিয়ালের আক্রমণে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহতরা হলেন, সড়াইল গ্রামের মফিদুল খন্দকার (৪০), আব্দুল আজিজ (৫৫), আবু বক্কর সিদ্দিক (৬০), জান্নাতুন (৫), ববিতা (৩০), আব্দুর রশিদ (৫৫) এবং আঁওড়া গ্রামের মোস্তাফিজুর (৩০), আতিক (২০), সবুজ (২৫)।
সাবেক কাউন্সিলর আব্দুল আজিজ বলেন, “একটি শিয়াল হঠাৎ গ্রামে ঢুকে রাস্তায় যাকেই পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। এমনকি কয়েকজনের বাড়িতে ঢুকেও কামড়ে রক্তাক্ত করেছে। দুইজনের কান পর্যন্ত ছিঁড়ে নিয়েছে।”
আহত মফিদুল খন্দকার জানান, মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে হঠাৎ শিয়াল এসে তাকে কামড় দিয়ে পালিয়ে যায়। অন্যদিকে আবু বক্কর বলেন, বাড়িতে টিউবওয়েলে পানি নিতে গেলে তিনি শিয়ালের কামড়ের শিকার হন। আঁওড়া গ্রামের তিন যুবক সবুজ, আতিক ও মোস্তাফিজুর জানান, তারা রাস্তায় বসে আড্ডা দিচ্ছিলেন, তখন একে একে শিয়াল সবাইকে কামড় দেয়।
আহতদের রাতেই কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা আক্তার লিনা জানান, “শিয়ালের কামড়ে আহত হয়ে বেশ কয়েকজন হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং জলাতঙ্ক টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে একজনের কানে বড় ক্ষত হওয়ায় তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে রেফার্ড করা হয়েছে।”
স্থানীয়রা জানান, এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গ্রামবাসী রাতের বেলা চলাচলে ভয় পাচ্ছেন।