জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতো পরিণতি হবে: তারেক রহমান
২৮ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “যারা জনগণের বিপক্ষে কাজ করবে, তাদের জন্য ৫ আগস্টের মতো পরিণতি অপেক্ষা করছে।” তিনি এ কথা বলেন আজ (২৮ জানুয়ারি) খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ এ।
প্রশিক্ষণ কর্মশালায় খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা সভাপতিত্ব করেন। এ সময় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন তারেক রহমান। তিনি বলেন, “মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে, কিন্তু যারা এই আস্থা নষ্ট করবে তারা ছাড় পাবে না।” তিনি আরও বলেন, “যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে এবং অন্যায় কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের দলের পক্ষ থেকে বহিষ্কার করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের ঘটনা যেন আপনাদের মনে থাকে। আমরা আজ এখানে পৌঁছেছি অনেক ত্যাগের মাধ্যমে।” তিনি নেতাকর্মীদের আরও বলেন, “৩১ দফা তুলে ধরতে জনগণের কাছে পৌঁছান, কারণ জনগণই আমাদের শক্তি।”
এ সময় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলার নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি আলোচনা করেন তিনি এবং রাষ্ট্র কাঠামো ৩১ দফা নিয়ে আলোচনা করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপি চট্রগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন,কেন্দ্রীয় বিএনপি সদস্য এ্যাড: ফারজানা শারমিন পুতুল, জেলা বিএনপি আহবায়ক মোমরেজুল ইসলাম, খুলনা মহানগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ।
এ সময় বিএনপির খুলনা মহানগর, জেলা, থানা, ওয়ার্ড এবং ইউনিটের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।