বাগেরহাটের ডিসির প্রত্যাহারের দাবীতে ছাত্রদের মানব বন্ধন
ছাত্রদের তোপের মুখে বাগেরহাটের জেলা প্রশাসক
বাগেরহাটের জেলা প্রশাসকের অ সৌজন্য মূলক আচরনের কারনে এবার বাগেরহাট সরকারী বালক বিদ্যালয়ের ছাত্ররা মানব বন্ধন করেছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। বুধবার বিকালে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন বাগেরহাট সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাফি রহমান, এস এম লাবিব আহসান, জারিফুল ইসলাম, তপু দাস, শেখ আব্দুল্লাহ প্রমুখ। মানব বন্ধনে ছাত্ররা জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবীতে শ্লোগান দেয়। একপর্যায়ে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান এসে ছাত্রদের সাথে আলোচনা করেন। এসময় ছাত্রদের পক্ষথেকে তার অ সৌজন্য মূলক আচরনের জন্য বাগেরহাট বাসীর কাছে সোসাল মিডিয়ায় ক্ষমা চাওয়ার কথা বলেন।
এবিষয়ে ছাত্র নেতা সাফি রহমান বলেন, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান ছাত্রদের সাথে খারাপ আচরন করেছে, একটি সভায় শিক্ষকদের সাথে ও খারাপ আচরন করেছে, বাগেরহাটের সিভিল সার্জন একটি অনুষ্ঠানে তার পাশে দাড়িয়ে “ জয় বাংলা” শ্লোগান দেয় এসময় জেলা প্রশাসক কোন প্রতিবাদ করে নাই এসব কারনে আমরা জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবী জানিয়েছি। সাথেসাথে তিনি যেন সোসাল মিডিয়ায় বাগেরহাট বাসীর কাছে ক্ষমা চায় মানুষের সাথে খারাপ আচরন করার জন্য।
উল্লেখ্য, স্বৈরাচারী হাসিনা সরকারের পৃষ্ঠপোষক বাগেরহাট জেলা প্রশাসক আহম্মেদ কামরুল আহসান কে দ্রুরত বাগেরহাট থেকে প্রত্যাহারের দাবীতে সচেতন বাগেরহাট বাসীর পক্ষ থেকে গত ২৮ অক্টোবর দুপুরে খুলনা বিভিাগীয় কমিশনারের কাছে স্বারক লিপি প্রদান করা হয়েছে। এদিকে একই দাবীতে বাগেরহাট সচেতন নাগরিকের পক্ষথেকে ২৪ অক্টোবর রাতে বাগেরহাট শহরে বিক্ষোভ ঝাড়– মিছিল করে ও ও ২৭ অক্টোবর সকালে সিভিল সার্জন ও জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাজার হাজার জনতা মানব বন্ধন করে।