ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

চিরিরবন্দরে বিএনপির উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রসেনজিৎ চন্দ্র শর্মা,দিনাজপুর::

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিরিরবন্দর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি শোক র‍্যালি বের হয়ে চিরিরবন্দর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিএনপি নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া। এছাড়াও উপজেলা বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগ ও মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের গুরুত্ব তুলে ধরে বলেন, “একুশের চেতনা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়। মাতৃভাষার মর্যাদা রক্ষা করা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।”

দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
৫১৪ বার পড়া হয়েছে

চিরিরবন্দরে বিএনপির উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আপডেট সময় ০৮:৪৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিরিরবন্দর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি শোক র‍্যালি বের হয়ে চিরিরবন্দর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিএনপি নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া। এছাড়াও উপজেলা বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগ ও মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের গুরুত্ব তুলে ধরে বলেন, “একুশের চেতনা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়। মাতৃভাষার মর্যাদা রক্ষা করা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।”

দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464