ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চিরিরবন্দরে কালী প্রতিমা ভাঙচুর, আটক এক

নিজস্ব সংবাদ :

চিরিরবন্দর উপজেলা, দিনাজপুর, ২৭ জানুয়ারি (প্রতিনিধি প্রসেনজিৎ চন্দ্র শর্মা) – চিরিরবন্দরের দুর্গা ডাঙ্গা গ্রামে শশাঙ্কুরি শ্মশান কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয়দের প্রতিবাদে এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যাকে পরে ইউনিয়ন চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়।

গতকাল রাত সাড়ে ১১টার দিকে চিরিরবন্দর উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নের দুর্গা ডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। আটক ব্যক্তি মমতাজ হোসেন (অথবা বস্তা) নামে পরিচিত, তিনি ভিয়াইল বনপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় মন্দির কমিটি ও গ্রামবাসী জানায়, মমতাজ হোসেন মন্দিরের গেট ভাঙার চেষ্টা করেন। তখন শব্দ শুনে গ্রামবাসীরা সেখানে গিয়ে তাকে হাতে আটক করে।

এ সময় মমতাজ হোসেন মন্দিরের বাইরে থাকা শ্মশান কালী প্রতিমা ভাঙচুর করে পুকুরে ফেলে দেন এবং মন্দিরের ভিতরের গেট ভাঙার চেষ্টা করেন। তাকে আটক করার পর, মমতাজ হোসেন ক্ষিপ্ত হয়ে স্থানীয় সমর রায়কে ঘুসি মারেন এবং পালানোর চেষ্টা করেন। তবে গ্রামবাসীরা তাকে ধাওয়া করে এবং ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের কাছে হস্তান্তর করেন।

এই বিষয়ে মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার বলেন, আমরা হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করি।

এ ঘটনায় প্রতিবাদ জানান ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, যিনি জানান, মমতাজ হোসেনকে আটক করে ইউনিয়ন পরিষদে হস্তান্তর করা হয়েছে এবং স্থানীয়দের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে।

চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, তিনি ঘটনার সম্পর্কে অবগত হয়েছেন এবং একটি পুলিশ টিমসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, আমরা এই ঘটনা মীমাংসার চেষ্টা করব।

এ ঘটনায় এলাকাবাসী ও স্থানীয় নেতারা শান্তি এবং সম্প্রীতির আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
৫১৯ বার পড়া হয়েছে

চিরিরবন্দরে কালী প্রতিমা ভাঙচুর, আটক এক

আপডেট সময় ০৩:২৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

চিরিরবন্দর উপজেলা, দিনাজপুর, ২৭ জানুয়ারি (প্রতিনিধি প্রসেনজিৎ চন্দ্র শর্মা) – চিরিরবন্দরের দুর্গা ডাঙ্গা গ্রামে শশাঙ্কুরি শ্মশান কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয়দের প্রতিবাদে এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যাকে পরে ইউনিয়ন চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়।

গতকাল রাত সাড়ে ১১টার দিকে চিরিরবন্দর উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নের দুর্গা ডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। আটক ব্যক্তি মমতাজ হোসেন (অথবা বস্তা) নামে পরিচিত, তিনি ভিয়াইল বনপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় মন্দির কমিটি ও গ্রামবাসী জানায়, মমতাজ হোসেন মন্দিরের গেট ভাঙার চেষ্টা করেন। তখন শব্দ শুনে গ্রামবাসীরা সেখানে গিয়ে তাকে হাতে আটক করে।

এ সময় মমতাজ হোসেন মন্দিরের বাইরে থাকা শ্মশান কালী প্রতিমা ভাঙচুর করে পুকুরে ফেলে দেন এবং মন্দিরের ভিতরের গেট ভাঙার চেষ্টা করেন। তাকে আটক করার পর, মমতাজ হোসেন ক্ষিপ্ত হয়ে স্থানীয় সমর রায়কে ঘুসি মারেন এবং পালানোর চেষ্টা করেন। তবে গ্রামবাসীরা তাকে ধাওয়া করে এবং ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের কাছে হস্তান্তর করেন।

এই বিষয়ে মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার বলেন, আমরা হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করি।

এ ঘটনায় প্রতিবাদ জানান ভিয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, যিনি জানান, মমতাজ হোসেনকে আটক করে ইউনিয়ন পরিষদে হস্তান্তর করা হয়েছে এবং স্থানীয়দের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে।

চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, তিনি ঘটনার সম্পর্কে অবগত হয়েছেন এবং একটি পুলিশ টিমসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, আমরা এই ঘটনা মীমাংসার চেষ্টা করব।

এ ঘটনায় এলাকাবাসী ও স্থানীয় নেতারা শান্তি এবং সম্প্রীতির আহ্বান জানিয়েছেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464