বই একটি জোনাকি পোকার মত
চারিদিকে অন্ধকার থাকবে, নিজে আলো ছড়াবে – মো: ফিরোজ সরকার
বই মানুষের চিন্তা-ভাবনাকে বদলাতে এবং সমাজে আলোর প্রবাহ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খুলনা বিভাগের কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেছেন, “বই একটি জোনাকি পোকার মত, চারিদিকে অন্ধকার থাকবে, তবে নিজের আলো ছড়িয়ে যাবে।” তিনি আরও বলেন, যারা বই লেখেন, তাদের উচিত সমাজের উন্নয়ন এবং সত্যতা প্রকাশের বিষয়গুলো মাথায় রেখে লেখালেখি করা।
খুলনায় মাসব্যাপী বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি বই মেলার গুরুত্ব তুলে ধরে বলেন, “রাজধানী ঢাকা ছাড়া খুলনায়ই একমাত্র বিভাগীয় শহর, যেখানে মাসব্যাপী বই মেলা আয়োজন করা হয়।” তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে বই মেলায় আসার জন্য আহ্বান জানান।
তিনি আরও বলেন, পাঠাভ্যাস আমাদের জীবনে থাকা প্রয়োজন। বই মানুষকে সমাজের কুসংস্কার, অন্যায়, মাদক, সন্ত্রাসসহ অন্ধকার জগত থেকে বের করে আনে।” তিনি বর্তমান সময়ের লেখকদের প্রতি একাধিক বই প্রকাশের ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন এবং বলেন, “একই লেখকের একাধিক বই প্রকাশ হলে তার মান নিয়ে প্রশ্ন উঠতে পারে।
এবারের বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ হুমায়ন কবীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এবারের বই মেলার প্রতিপাদ্য ছিল “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এবং এটি ফেব্রুয়ারি মাসজুড়ে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
বই মেলায় ১০০টি স্টল রয়েছে এবং বিভিন্ন জেলা থেকে প্রকাশনা ও বই বিক্রেতারা তাদের স্টল নিয়ে অংশগ্রহণ করেছেন। এছাড়া, ক্ষুদ্র শিল্প, কুঠির শিল্প এবং খাবারের দোকানও মেলায় রাখা হয়েছে। বিশেষভাবে, সাংবাদিকদের জন্য একটি মিডিয়া স্টলও বরাদ্দ করা হয়েছে।
মোহাম্মদ হামিদুর রহমান, একুশে বই মেলা আয়োজক কমিটির সদস্য সচিব এবং খুলনা বিভাগীয় গণগ্রন্থাগারের উপপরিচালক, বলেন, “এবারের বই মেলায় একটি আকর্ষণীয় পরিবেশ তৈরির জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন মুলমঞ্চে নানা অনুষ্ঠান এবং মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য ফ্রি গ্যারেজের ব্যবস্থা।”
বই মেলা প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এবং মেলা চলাকালীন সময়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।