চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ: ঘটনাস্থলে চোরাচালানের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের বাগিচাপাড়ার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে মো. শহিদুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) রাত ২টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গুলিবিদ্ধ শহিদুলকে ভোর ৫টা ৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গুলিবিদ্ধ শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মো. আনারুল ইসলাম।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক জানান, রাত ২টার দিকে আজমতপুর সীমান্তে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে সকালে জানা যায়, বিএসএফের গুলিতে শহিদুল আহত হয়েছেন।
৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতের ভেতরে ফেনসিডিল আনতে গিয়েছিল শহিদুলসহ ৫-৬ জনের একটি দল। বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করলে শহিদুল আহত হন। ঘটনাস্থল থেকে ২৫ বোতল ফেনসিডিল, একটি টর্চলাইট এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত চোরাচালানের অভিযোগে ওই দলের বিরুদ্ধে মামলা করা হবে।
শহিদুলের মা শুকতারা বেগম বলেন, “প্রতিদিনের মতো আজকেও ভোর তিন-চারটার দিকে মাটি কাটার কাজে আমার ছেলে গিয়েছিল। আমরা বুঝতে পারছি না কেন আমার ছেলেকে গুলি করা হলো। সে মাদ্রাসায় পড়াশোনা করত এবং কোরআনের হাফেজ। অভাবের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি, তাই বিভিন্ন জায়গায় কাজ করত।”
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস জানান, শহিদুলের বুকের ডান পাশে গুলি লেগেছে। গুলি শরীরের ভেতরে রয়েছে। বেলা ২টার দিকে তার অপারেশন শুরু হয় এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।