ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

রাহিম হোসেন, চাপাইনবাবগঞ্জ::

ছবি: নেট থেকে নেওয়া

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় লিয়াকত আলী (৩৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত লিয়াকত আলী জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডিপুর ঘোনাপাড়ার মৃত লোকমান মন্ডলের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২০ সালের ৫ নভেম্বর নয়ালাভাঙ্গা বটতলা বাজার এলাকায় র‌্যাব একটি মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে লিয়াকত আলীকে আটক করা হয়, এবং তার কাছে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাবের নায়েব সুবেদার মো. আবু তালেব বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে, মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই আতাউর হোসেন তদন্ত শেষে লিয়াকত আলীকে অভিযুক্ত করে ২০২০ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার শুনানি শেষে আদালত লিয়াকত আলীকে মাদক আইনের আওতায় যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
৫৬৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

আপডেট সময় ০৩:২৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় লিয়াকত আলী (৩৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত লিয়াকত আলী জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডিপুর ঘোনাপাড়ার মৃত লোকমান মন্ডলের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২০ সালের ৫ নভেম্বর নয়ালাভাঙ্গা বটতলা বাজার এলাকায় র‌্যাব একটি মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে লিয়াকত আলীকে আটক করা হয়, এবং তার কাছে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাবের নায়েব সুবেদার মো. আবু তালেব বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে, মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই আতাউর হোসেন তদন্ত শেষে লিয়াকত আলীকে অভিযুক্ত করে ২০২০ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার শুনানি শেষে আদালত লিয়াকত আলীকে মাদক আইনের আওতায় যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।