আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় হুজরাপুর শ্রী কালী মন্দির সংলগ্ন মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার সম্মেলন কক্ষে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতার্ত, হতদরিদ্র, দারিদ্র্যপীড়িত ও প্রতিবন্ধী মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার সভাপতি শ্রী জিতোন চৌধুরী, প্রতিষ্ঠাতা পরিচালক পলাশ চৌধুরী ও অমিত সাহা গৌরাঙ্গ, হিসাবরক্ষক শ্রী চন্দ্র কর্মকার, প্রচার সম্পাদক শ্রী রুদ্র সাহা এবং অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার সভাপতি শ্রী জিতোন চৌধুরী জানান, আজ আমরা ১০০টি কম্বল বিতরণ করেছি। এর পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবী দল প্রতিদিন রাতে শহরের বিভিন্ন প্রান্তে গৃহহীন ও পথচারীদের মাঝেও কম্বল বিতরণ করছে। আমাদের মূল লক্ষ্য হলো শীতে ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করা। এটি একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের এই কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠানে সংস্থার হিসাবরক্ষক শ্রী চন্দ্র কর্মকার জানান, “সংস্থার অতীত কার্যক্রমের মধ্যে রয়েছে রথযাত্রায় লেবু জল বিতরণ, ঈদে ত্রাণ সামগ্রী বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, বৃক্ষরোপণ কর্মসূচি, গরিব ও অসহায় পরিবারের অন্ত্যেষ্টিক্রিয়ায় আর্থিক সহায়তা এবং এতিম শিশুদের জন্য সেলাই মেশিন বিতরণ। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এবং আমরা অসচ্ছলতা দূর করার চেষ্টা চালিয়ে যাব।
বক্তব্য শেষে কম্বল বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।