ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাহিম হোসেন, চাপাইনবাবগঞ্জ::

ছবি: প্রতিকী

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের জয়ন্দিপুর মোন্নাপাড়া এলাকায় পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তাকরিম, সে ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে একটি টিউবওয়েলের পাশের গর্তের পানিতে পড়ে যায় তাকরিম। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করা হলেও শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দিন জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, শিশুদের প্রতি আরও সচেতনতা ও নজরদারি বাড়ানো প্রয়োজন, যাতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
৫৩৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের জয়ন্দিপুর মোন্নাপাড়া এলাকায় পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তাকরিম, সে ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে একটি টিউবওয়েলের পাশের গর্তের পানিতে পড়ে যায় তাকরিম। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করা হলেও শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দিন জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, শিশুদের প্রতি আরও সচেতনতা ও নজরদারি বাড়ানো প্রয়োজন, যাতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।