চন্দনাইশে সেনা নেতৃত্বে অভিযান, অস্ত্রসহ ৬ পাহাড়ি সন্ত্রাসী আটক
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতলস্থ আমতলী পাহাড়ি এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় সেনা বাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী ৬জন পাহাড়ি দুষ্কৃতকারীকে আটক করেছে। অভিযান পরিচালনা করা হয় চন্দনাইশ আর্মি ক্যাম্পের (১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে। অভিযানটি সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সম্পন্ন হয়।
অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটার গান, ৩০ রাউন্ড গুলি এবং তিনটি ধারালো অস্ত্র (চাপাতি) জব্দ করা হয়।
ক্যাপ্টেন আরেফ আসমার জয় জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুরে অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন- বান্দরবানের ডলুপাড়া এলাকার থৈয় মং মারমার ছেলে মং চালু মারমা (৩৮),সামু মারমার ছেলে মনুচিং মারমা (৪০),মুনিসির ছেলে লুকু-ম (৩৬),অক্ষয় সিংয়ের ছেলে সুলাই মারমা (৩০),ত্রাপুঅ’র ছেলে চাইসাও (৪০),সৈলক্ষ মারমার ছেলে চাচিংপু মারমা (৩৮)।
ক্যাপ্টেন জয় আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় সাধারণ মানুষকে নির্যাতন, অপহরণ, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় একাধিক অভিযোগ রয়েছে।
তিনি স্থানীয় জনগণের সাহসিকতার প্রশংসা করে বলেন, সেনা সদস্যরা পৌঁছানোর আগেই এলাকাবাসী দুষ্কৃতকারীদের ঘেরাও করে ধরে ফেলে। পরে যৌথবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
আটক ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।