চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি, নেতৃত্বে বুলু-নাহিদ
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন একটি আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বেলায়েত হোসেন বুলু এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জমির উদ্দিন নাহিদ। বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটি আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দিতে নির্দেশনা পেয়েছেন বুলু এবং নাহিদ। উল্লেখযোগ্য যে, বেলায়েত হোসেন বুলু পূর্বে কমিটির সাধারণ সম্পাদক এবং জমির উদ্দিন নাহিদ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, উক্ত দুই নেতা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অনুসারী হিসেবে পরিচিত।
স্বেচ্ছাসেবক দলের গঠনতন্ত্র অনুযায়ী, ২০১৮ সালের ২৬ জুলাই এইচ এম রাশেদ খানকে সভাপতি এবং বেলায়েত হোসেন বুলুকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তীতে ২০২০ সালের ২২ সেপ্টেম্বর ওই কমিটি ১৭১ সদস্যে পূর্ণাঙ্গ করা হয়। চার বছর পর, নতুন কমিটি ঘোষণা করা হলো।
এদিকে, নতুন কমিটি ঘোষণার পর নগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু নেতা-কর্মী বলছেন, আগের কমিটির নেতারাই আবার নেতৃত্বে এসেছেন। তবে অন্যরা বলছেন, বুলু এবং নাহিদ দুজনই পরীক্ষিত এবং ত্যাগী নেতা। তারা তৃণমূল থেকে উঠে এসেছেন এবং বিগত সময়ে দলের আন্দোলন ও সংগ্রামে অনেক ত্যাগ স্বীকার করেছেন। এ সময় তারা অসংখ্য মামলা ও একাধিকবার কারাবরণ করেছেন। তাই তাদের নেতৃত্বে সংগঠন চাঙা হবে বলে অনেক নেতা-কর্মী আশাবাদী।
নতুন কমিটির কার্যক্রম কেমন হবে, তা দেখার জন্য নেতাকর্মীরা অপেক্ষা করছেন।