চট্টগ্রামে বিশেষ অভিযানে সিএমপির লুণ্ঠিত পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেফতার ২
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে লুণ্ঠিত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজন আসামীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সিএমপি ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ হাবিবুর রহমান প্রাং এর নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক রমিজ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ২৬ আগস্ট ২০২৫ তারিখে ইপিজেড থানাধীন মাইলের মাথা ডাস্টবিন গলির মুখ এলাকা থেকে প্রথমে এন.এইচ. মানিক (৪২) নামে এক আসামীকে গ্রেফতার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে মানিক স্বীকার করে যে, তার নিকট সিএমপি’র লুণ্ঠিত একটি পিস্তল ছিল, যা সে বাগেরহাট জেলার মোংলা থানার মালগাজী এলাকায় তার বন্ধু কামালের কাছে রেখে আসে।
পরবর্তীতে ডিবি টিম বাগেরহাটে অভিযান চালিয়ে কামাল (৪৩) নামে অপর এক আসামীকে গ্রেফতার করে। তার নিকট থেকে উদ্ধার করা হয় একটি সচল ৭.৬২ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৮ রাউন্ড তাজা গুলি।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।