ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে পুলিশ হেফাজতে সার্ভেয়ার, খাজনার টাকা আত্মসাৎ অভিযোগ

মিজানুর রহমান,চট্টগ্রাম::

চট্টগ্রাম জেলা পরিষদের ৯৭ লাখ ৩৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ইমতেয়াজ নাঈম (৩২) নামের এক সার্ভেয়ারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে, এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়ে অনুসন্ধান করবে।

ইমতেয়াজ নাঈম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার উত্তর বিনই গ্রামের বাসিন্দা এবং ২০১৫ সালের ২ নভেম্বর থেকে জেলা পরিষদের সার্ভেয়ার হিসেবে যোগদান করেন। জানা যায়, চাকরি স্থায়ী হওয়ার আগে তিনি প্রায় ৪ বছর খণ্ডকালীন সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

চলতি বছরের ২১ জানুয়ারি জেলা পরিষদ মালিকানাধীন জমির খাজনা আদায় সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, ইমতেয়াজ নাঈম মোট ২৫টি জমা রশিদ বই সংশ্লিষ্ট শাখা সহকারী থেকে গ্রহণ করেছিলেন। নিয়ম অনুযায়ী, ইজারার টাকা জেলা পরিষদের ব্যাংক হিসাবেই জমা দেওয়ার কথা থাকলেও তিনি তা করেননি। প্রাথমিক যাচাইয়ে ৯৭ লাখ ৩৮ হাজার ৭১২ টাকা তিনি জমা না দিয়ে আত্মসাৎ করেছেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানিয়েছেন, এখন পর্যন্ত মামলা হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) কাজী ছনোয়ার আহমেদ লাভলু বলেন, আদায়কৃত খাজনার ৯৭ লাখ ৩৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারা মতে সার্ভেয়ারকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।” তিনি আরও বলেন, “যেহেতু এটি দুদকের তফসিলভূক্ত অপরাধ, সেহেতু এটি দুদক তদন্ত করবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০১:৫৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
৫১৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামে পুলিশ হেফাজতে সার্ভেয়ার, খাজনার টাকা আত্মসাৎ অভিযোগ

আপডেট সময় ০১:৫৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

চট্টগ্রাম জেলা পরিষদের ৯৭ লাখ ৩৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ইমতেয়াজ নাঈম (৩২) নামের এক সার্ভেয়ারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে, এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) এ বিষয়ে অনুসন্ধান করবে।

ইমতেয়াজ নাঈম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার উত্তর বিনই গ্রামের বাসিন্দা এবং ২০১৫ সালের ২ নভেম্বর থেকে জেলা পরিষদের সার্ভেয়ার হিসেবে যোগদান করেন। জানা যায়, চাকরি স্থায়ী হওয়ার আগে তিনি প্রায় ৪ বছর খণ্ডকালীন সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

চলতি বছরের ২১ জানুয়ারি জেলা পরিষদ মালিকানাধীন জমির খাজনা আদায় সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, ইমতেয়াজ নাঈম মোট ২৫টি জমা রশিদ বই সংশ্লিষ্ট শাখা সহকারী থেকে গ্রহণ করেছিলেন। নিয়ম অনুযায়ী, ইজারার টাকা জেলা পরিষদের ব্যাংক হিসাবেই জমা দেওয়ার কথা থাকলেও তিনি তা করেননি। প্রাথমিক যাচাইয়ে ৯৭ লাখ ৩৮ হাজার ৭১২ টাকা তিনি জমা না দিয়ে আত্মসাৎ করেছেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানিয়েছেন, এখন পর্যন্ত মামলা হয়নি, তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) কাজী ছনোয়ার আহমেদ লাভলু বলেন, আদায়কৃত খাজনার ৯৭ লাখ ৩৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারা মতে সার্ভেয়ারকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।” তিনি আরও বলেন, “যেহেতু এটি দুদকের তফসিলভূক্ত অপরাধ, সেহেতু এটি দুদক তদন্ত করবে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464