খোলা আকাশের নিচে চলছে পাঠদান, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম
ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর ইসলামি ইবতেদায়ি মাদ্রাসা শ্রেণিকক্ষ সংকটে ভুগছে। বাধ্য হয়ে কোমলমতি শিশুদের খোলা আকাশের নিচে পাঠদান করতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
কুয়াশায় ঢাকা শীতের সকালে শিক্ষার্থীরা মাদ্রাসা প্রাঙ্গণে বসে ক্লাস করছে। তীব্র শীতের সঙ্গে বাতাসের কারণে শিশুরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। বর্তমানে প্লে শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে, অথচ মাদ্রাসাটিতে সাতটি শ্রেণিকক্ষের প্রয়োজন হলেও মাত্র পাঁচটি কক্ষ রয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় ভবনের দ্বিতীয়তলার পিলার নির্মাণ সম্পন্ন হয়েছে, কিন্তু অর্থের অভাবে ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ রয়েছে। শিক্ষকদের অভিযোগ, নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী সংখ্যা বেড়ে যাওয়ায় পাঠদান করাতে হিমশিম খেতে হচ্ছে।
অভিভাবকরা জানান, খোলা আকাশের নিচে ক্লাস করা শীতকালে যেমন কষ্টদায়ক, গ্রীষ্মকালে সূর্যের তাপেও সেটি অসম্ভব হয়ে পড়ে। ভবন সংকটের কারণে অনেক শিশু ভর্তি হতে পারছে না। শিক্ষকদের আন্তরিকতা সত্ত্বেও শ্রেণিকক্ষের অভাব শিক্ষার্থীদের পড়াশোনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
মাদ্রাসার প্রধান শিক্ষক জানান, শিক্ষার্থীদের কাছ থেকে সামান্য বেতন নেওয়া হয়, যা দিয়ে শিক্ষকদের বেতনও ঠিকভাবে পরিশোধ করা যায় না। ভবনের নির্মাণকাজ সম্পূর্ণ করতে হলে আরও অর্থের প্রয়োজন। স্থানীয়রা প্রবাসীদের পাশাপাশি সমাজের সামর্থ্যবানদের মাদ্রাসার নির্মাণকাজে আর্থিক সহায়তা করার আহ্বান জানিয়েছেন।
সরকারি ও বেসরকারি উদ্যোগে দ্রুত এই সমস্যার সমাধান না হলে কোমলমতি শিশুদের শিক্ষার ভবিষ্যৎ আরও অনিশ্চয়তার মুখে পড়বে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।