ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা-যশোর আঞ্চলিক কমিটির উদ্যোগে পাটকল রক্ষায় শ্রমিক সমাবেশ

মোঃ রবিউল হোসেন খান ; খুলনা::

পাটকল রক্ষায় শ্রমিক সমাবেশ

খুলনা-যশোর আঞ্চলিক কমিটির উদ্যোগে রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা ও শ্রমিকদের অধিকার আদায়ে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ৩টায় খালিশপুর ক্রিসেন্ট জুট মিল গেটে আয়োজিত এই সমাবেশে শ্রমিকদের ন্যায্য দাবিসমূহ তুলে ধরা হয়।

খালিশপুর ক্রিসেন্ট কারখানা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পাটকল রক্ষা খুলনা-যশোর আঞ্চলিক কমিটির আহ্বায়ক ও জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শমসের আলম। সমাবেশ পরিচালনা করেন ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. জাকির হোসেন।

সমাবেশে বক্তারা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো চালুর দাবি জানান এবং উল্লেখ করেন যে, বন্ধ হয়ে যাওয়া ২৫টি পাটকল দ্রুত চালু করতে হবে। তাঁরা আরও বলেন, শ্রমিকদের বকেয়া পরিশোধ করতে হবে, খালিশপুর ও দৌলতপুর জুট মিলসহ ৫টি মিলের শ্রমিকদের পাওনা দ্রুত মেটাতে হবে, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে, স্ক্র্যাপ বিক্রির আড়ালে মূল্যবান যন্ত্রাংশ পাচারের ঘটনা বন্ধ করে আইনগত ব্যবস্থা নিতে হবে।

বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিনা নোটিশে পাটকল বন্ধ করা হয়েছিল, যা শ্রমিকদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। দীর্ঘ সাড়ে চার বছরেও বন্ধ পাটকলগুলো চালু হয়নি।

বক্তারা জানান,আগামী দুই মাসের মধ্যে শ্রমিকদের দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খালিশপুর থানা বিএনপি সভাপতি এ্যাড: মোহাম্মদ আলী বাবু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, খুলনা মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কালাম জিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খালিশপুর থানা বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,খুলনা মহানগর সদস্য ও খালিশপুর থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী পাট শ্রমিকদল কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহবায়ক আবু দাউদ দীন মোহাম্মদ, জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি প্রচার সম্পাদক ওমর ফারুক, ইসলামী শ্রমিক আন্দোলন সভাপতি খুলনা মহানগর এস এম আবুল কালাম, শ্রমিক কল্যান ফেডারেশন খুলনা মহানগর সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, গন সংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মনির চৌধুরী সোহেল, খালিশপুর থানা ইমাম পরিষদ সাধারণ সম্পাদক মাও: আনোয়ারুল আজম, ক্রিসেন্ট মিল রক্ষা কমিটি আহবায়ক মোশারেফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন আহবায়ক, খুলনা জেলা তাসনিম আহমেদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: বাবুল হাওলাদার, জাহাঙ্গীর হোসেন, শামিম আহমেদ, মো: আক্তার হোসেন, মো: আবুল খায়ের, মো: সেলিম, সুজন সরদার, বাবুল হাওলাদার, মো: কামরুল,মো: সুজন,সামসু, লিটন, রানা,ফরহাদ,লিটন,নুরআলম, নুরুল হক,দুলাল,মো: নাসির, রানা প্রমুখ।

এছাড়াও স্থানীয় শ্রমিক নেতারা ও পাটকল রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন, বক্তারা সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পাটকলগুলো চালু করার আহ্বান জানান। তাঁরা বলেন, পাটকল চালু করা হলে বেকারত্ব দূর হবে এবং শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত হবে, সমাবেশ শেষে শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে দাবি আদায়ের শপথ নেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
৫৪০ বার পড়া হয়েছে

খুলনা-যশোর আঞ্চলিক কমিটির উদ্যোগে পাটকল রক্ষায় শ্রমিক সমাবেশ

আপডেট সময় ০৭:৩৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

খুলনা-যশোর আঞ্চলিক কমিটির উদ্যোগে রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা ও শ্রমিকদের অধিকার আদায়ে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ৩টায় খালিশপুর ক্রিসেন্ট জুট মিল গেটে আয়োজিত এই সমাবেশে শ্রমিকদের ন্যায্য দাবিসমূহ তুলে ধরা হয়।

খালিশপুর ক্রিসেন্ট কারখানা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পাটকল রক্ষা খুলনা-যশোর আঞ্চলিক কমিটির আহ্বায়ক ও জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শমসের আলম। সমাবেশ পরিচালনা করেন ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. জাকির হোসেন।

সমাবেশে বক্তারা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো চালুর দাবি জানান এবং উল্লেখ করেন যে, বন্ধ হয়ে যাওয়া ২৫টি পাটকল দ্রুত চালু করতে হবে। তাঁরা আরও বলেন, শ্রমিকদের বকেয়া পরিশোধ করতে হবে, খালিশপুর ও দৌলতপুর জুট মিলসহ ৫টি মিলের শ্রমিকদের পাওনা দ্রুত মেটাতে হবে, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে, স্ক্র্যাপ বিক্রির আড়ালে মূল্যবান যন্ত্রাংশ পাচারের ঘটনা বন্ধ করে আইনগত ব্যবস্থা নিতে হবে।

বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিনা নোটিশে পাটকল বন্ধ করা হয়েছিল, যা শ্রমিকদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। দীর্ঘ সাড়ে চার বছরেও বন্ধ পাটকলগুলো চালু হয়নি।

বক্তারা জানান,আগামী দুই মাসের মধ্যে শ্রমিকদের দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খালিশপুর থানা বিএনপি সভাপতি এ্যাড: মোহাম্মদ আলী বাবু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, খুলনা মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কালাম জিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খালিশপুর থানা বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,খুলনা মহানগর সদস্য ও খালিশপুর থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী পাট শ্রমিকদল কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহবায়ক আবু দাউদ দীন মোহাম্মদ, জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি প্রচার সম্পাদক ওমর ফারুক, ইসলামী শ্রমিক আন্দোলন সভাপতি খুলনা মহানগর এস এম আবুল কালাম, শ্রমিক কল্যান ফেডারেশন খুলনা মহানগর সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, গন সংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মনির চৌধুরী সোহেল, খালিশপুর থানা ইমাম পরিষদ সাধারণ সম্পাদক মাও: আনোয়ারুল আজম, ক্রিসেন্ট মিল রক্ষা কমিটি আহবায়ক মোশারেফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন আহবায়ক, খুলনা জেলা তাসনিম আহমেদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো: বাবুল হাওলাদার, জাহাঙ্গীর হোসেন, শামিম আহমেদ, মো: আক্তার হোসেন, মো: আবুল খায়ের, মো: সেলিম, সুজন সরদার, বাবুল হাওলাদার, মো: কামরুল,মো: সুজন,সামসু, লিটন, রানা,ফরহাদ,লিটন,নুরআলম, নুরুল হক,দুলাল,মো: নাসির, রানা প্রমুখ।

এছাড়াও স্থানীয় শ্রমিক নেতারা ও পাটকল রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন, বক্তারা সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পাটকলগুলো চালু করার আহ্বান জানান। তাঁরা বলেন, পাটকল চালু করা হলে বেকারত্ব দূর হবে এবং শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত হবে, সমাবেশ শেষে শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে দাবি আদায়ের শপথ নেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464