খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পপলু এবং সাধারণ সম্পাদক হয়েছেন এস এ টিভির ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতি।
গতকাল (শুক্রবার) সন্ধ্যায় নগরীর সাত রাস্তা মোড়ের একটি অভিজাত রেস্তোরাঁয় ইউনিটির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি: বাংলা ভিশনের ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ, যুগ্ম সম্পাদক: সময় টেলিভিশনের রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল, কোষাধ্যক্ষ, সময় টেলিভিশনের রিপোর্টার বেল্লাল হোসেন সজল, নির্বাহী সদস্য, এটিএন বাংলার ব্যুরো প্রধান এস এম হাবিব, এনটিভির ব্যুরো প্রধান আবু তৈয়ব, এখন টিভির ব্যুরো প্রধান মো. তরিকুল ইসলাম, এশিয়ান টিভির ব্যুরো প্রধান মো. বাবুল আক্তার
সভায় সভাপতিত্ব করেন বাংলা ভিশনের ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন চ্যানেল টুয়েন্টিফোরের ব্যুরো প্রধান মো. মামুন রেজা, ডিবিসির ব্যুরো প্রধান আমিরুল ইসলাম, জিটিভির ব্যুরো প্রধান লিয়াকত হোসেন, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি অভিজিৎ পাল, যমুনা টিভির ব্যুরো প্রধান প্রবীর বিশ্বাস, মাই টিভির ব্যুরো প্রধান শিশির রঞ্জন মল্লিক, বাংলা টিভির প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিম, আনন্দ টিভির ব্যুরো প্রধান আমজাদ আলী লিটন, গ্লোবাল টিভির বিভাগীয় প্রধান মো. অসীম, সময় টেলিভিশনের রিপোর্টার তানজীম আহম্মেদ এবং বিজয় টিভির প্রতিনিধি আব্দুর রাজ্জাক।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন কমিটিকে দায়িত্ব দেওয়া হয়।