ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনার রূপসায় মাংস ব্যবসায়ী নিহত

মোঃ রবিউল হোসেন খান ; খুলনা::

খুলনার রূপসা উপজেলার সেনের বাজার এলাকায় মাংস বিক্রির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আরিফ (২৩) নামে এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আরিফ খুলনা সদর থানার মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবারের বরাত দিয়ে জানা যায়, বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আরিফ সেনের বাজার এলাকায় রুবেলের মাংসের দোকানে যান। তিনি রুবেলের কাছে পূর্বের বকেয়া ২ লাখ ৫০ হাজার টাকা দাবি করলে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে প্রতিপক্ষ চাপাতি দিয়ে আরিফের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরিফকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। সংঘর্ষের সময় শাহীনসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন।

এ বিষয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের দ্রুত গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, নিহত আরিফ ও অভিযুক্ত রুবেল দীর্ঘদিন ধরে একসঙ্গে মাংস ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পাওনা টাকা আদায়কে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১১:১৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
৫৩৫ বার পড়া হয়েছে

খুলনার রূপসায় মাংস ব্যবসায়ী নিহত

আপডেট সময় ১১:১৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

খুলনার রূপসা উপজেলার সেনের বাজার এলাকায় মাংস বিক্রির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আরিফ (২৩) নামে এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আরিফ খুলনা সদর থানার মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবারের বরাত দিয়ে জানা যায়, বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আরিফ সেনের বাজার এলাকায় রুবেলের মাংসের দোকানে যান। তিনি রুবেলের কাছে পূর্বের বকেয়া ২ লাখ ৫০ হাজার টাকা দাবি করলে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে প্রতিপক্ষ চাপাতি দিয়ে আরিফের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরিফকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। সংঘর্ষের সময় শাহীনসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন।

এ বিষয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের দ্রুত গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, নিহত আরিফ ও অভিযুক্ত রুবেল দীর্ঘদিন ধরে একসঙ্গে মাংস ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পাওনা টাকা আদায়কে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।