খুলনার উন্নয়নে যৌথ উদ্যোগ: খুবি উপাচার্যের সাথে কেডিএ চেয়ারম্যানের সাক্ষাৎ
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন (পিএসসি)। আজ ২২ জানুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে কেডিএ চেয়ারম্যান উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে খুলনার সার্বিক উন্নয়নে বিশ্ববিদ্যালয় ও কেডিএ’র পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, কেডিএ’র বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিশেষ অবদান রাখার সুযোগ রয়েছে।
উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম খুলনার উন্নয়নে একটি সুসংগঠিত স্ট্রাকচারাল প্ল্যান তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি আন্তঃবিভাগীয় সমন্বয় বৃদ্ধি এবং কেডিএ’র বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালুর আহ্বান জানান।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে বিদ্যমান খালসমূহ অবমুক্ত করতে কেডিএ’র সহযোগিতা কামনা করেন। তিনি অতীতের মতো খুলনার উন্নয়নে কেডিএ’র যেকোনো সম্ভাব্য উদ্যোগে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে কেডিএ চেয়ারম্যান উপাচার্যকে একটি ক্রেস্ট উপহার দেন। উপাচার্যও কেডিএ চেয়ারম্যানকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত একটি ক্রেস্ট প্রদান করেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নুরুন্নবী, ব্যবস্থাপনা ও ব্যবসা প্রশাসন স্কুলের ডিন,প্রফেসর ড. মোঃ নুর আলম,ব্যবসায় প্রধান ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত,পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. সাইফুল ইসলাম, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান এবং কেডিএর সচিব মো: বদিউজ্জামান উপস্থিত ছিলেন।
খুলনা বিশ্ববিদ্যালয় এবং কেডিএ’র মধ্যে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ খুলনার উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তি রচনা করবে বলে আশা করা হচ্ছে।