খুলনায় ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হাওলাদার গ্রেফতার
খুলনা নগরীর ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক যুবলীগ নেতা জাকির হাওলাদারকে গ্রেফতার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ ১৬ ফেব্রুয়ারি, দুপুর ২টার দিকে নগরীর মুসলমানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার পর জাকির হাওলাদারকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে গিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: তৈয়মুর ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, “আমরা কদিন ধরে তাকে গ্রেফতার করার জন্য টার্গেট নিয়ে ছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করা হয়েছে।” তিনি আরও বলেন, “জাকিরের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং খুলনা সদরসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেগুলো তদন্ত করা হচ্ছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হাওলাদার গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর আত্মগোপন করেছিলেন। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় তিনি পরে তার এলাকায় ফিরে আসেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কারণে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।
তথ্য মতে, আগামী সোমবার তাকে আদালতে হাজির করার পরিকল্পনা রয়েছে, যেখানে তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো নিয়ে আরও বিস্তারিত শুনানি হতে পারে।
এ ঘটনায় এলাকাবাসী মধ্যে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং পুলিশ তদন্তের পর ভবিষ্যত পদক্ষেপ নেবে বলে জানা গেছে।