খুলনায় স্ত্রী হত্যার দায়ে পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড
মোঃ রবিউল হোসেন খান ; খুলনা::
খুলনায় স্ত্রীর হত্যা মামলায় এক পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত আসামি হলেন কনস্টেবল লিটন কুমার দেবনাথ (ওরফে সাহারিয়ার কবির লিটন), যিনি খাগড়াছড়ি জেলার রামনগর উপজেলার এক বাসিন্দা।
আজ (২৯ জানুয়ারি ২০২৫) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ কেরামত আলী এই রায় ঘোষণা করেন।
২০২০ সালের ২ মার্চ, রুপসা উপজেলার শিয়ালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই ফিরোজ টহল দেওয়ার সময় ডোবা গ্রাম সংলগ্ন এলাকায় একটি মহিলার মরদেহ পড়ে থাকতে দেখতে পান। তার পরেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এরপর এস আই ফিরোজ বাদী হয়ে রুপসা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তে জানা যায়, লিটন কুমার দেবনাথ চকরিয়া উপজেলার এক তরুণী আরজু আক্তার কে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, তবে তার বিরুদ্ধে দু’সন্তানের জনক হওয়া সত্ত্বেও তাকে চাপ দিয়ে বিয়ে করতে বাধ্য করেন। পরবর্তীতে তাদের সংসারে নানা সমস্যা দেখা দেয় এবং শারীরিক নির্যাতনের শিকার হওয়ার পর আরজু আক্তার লিটনকে ছেড়ে চলে যান।
২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে লিটন কুমার আরজুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন এবং মরদেহ রুপসা আঠারো বেকী নদিতে ফেলে দেন। হত্যার পর তিনি দাবি করেন, তার স্ত্রী সন্তান রেখে পালিয়ে গেছে। তবে, তদন্তের পর প্রতিবেশীদের সাহায্যে আরজু আক্তারের মরদেহ শনাক্ত হয় এবং মামলার তদন্ত এগিয়ে যায়।
লিটন কুমার দেবনাথকে ২০২০ সালের ১৫ নভেম্বর গ্রেফতার করা হয় এবং ২০২১ সালের ১১ নভেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে আসামি করে আদালতে চার্জশিট প্রদান করে। আদালত অবশেষে তাকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।