ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় সোহেল রানা নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ রবিউল হোসেন খান ; খুলনা::

ছবি: প্রতিকী

খুলনায় সোহেল রানা (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকাল সোয়া ৫ টার দিকে নগরীর বুড়ো মৌলভীর দরগা রোডস্থ জনৈক আশরাফুল আলমের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। যুবকের দু-হাত, দু-পায়ের রগ কাটা এবং কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। রান্নাঘর ও মেঝেতে রক্ত পড়ে থাকতে দেখা গেছে। নিহত যুবক ওই এলাকার আশরাফ শেখের ছেলে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, সোহেল রানা শনিবার রাতে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ডাক্তার দেখানোর কথা বলে বেরিয়ে আসেন। স্ত্রী শারমিন একাধিকবার ফোন করেও যোগাযোগ করতে না পেরে পরিবারের সদস্যদের জানান। পরবর্তীতে পরিবারের সদস্যরা শয়ন কক্ষের দরজা ভেঙে তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ধারালো ছুরি উদ্ধার করেছে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনির উল গিয়াস। তিনি জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এলাকাবাসীর তথ্যমতে, সোহেল রানা দীর্ঘদিন কোরিয়াতে ছিলেন। তার উপার্জিত টাকা বড় ভাই খোকনের কাছে পাঠানো নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। তার মৃত্যু নিয়ে এলাকাবাসীর মধ্যে ভিন্নমত দেখা যাচ্ছে।

 

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
৫২৯ বার পড়া হয়েছে

খুলনায় সোহেল রানা নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৩৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

খুলনায় সোহেল রানা (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকাল সোয়া ৫ টার দিকে নগরীর বুড়ো মৌলভীর দরগা রোডস্থ জনৈক আশরাফুল আলমের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। যুবকের দু-হাত, দু-পায়ের রগ কাটা এবং কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। রান্নাঘর ও মেঝেতে রক্ত পড়ে থাকতে দেখা গেছে। নিহত যুবক ওই এলাকার আশরাফ শেখের ছেলে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, সোহেল রানা শনিবার রাতে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ডাক্তার দেখানোর কথা বলে বেরিয়ে আসেন। স্ত্রী শারমিন একাধিকবার ফোন করেও যোগাযোগ করতে না পেরে পরিবারের সদস্যদের জানান। পরবর্তীতে পরিবারের সদস্যরা শয়ন কক্ষের দরজা ভেঙে তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ধারালো ছুরি উদ্ধার করেছে। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনির উল গিয়াস। তিনি জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এলাকাবাসীর তথ্যমতে, সোহেল রানা দীর্ঘদিন কোরিয়াতে ছিলেন। তার উপার্জিত টাকা বড় ভাই খোকনের কাছে পাঠানো নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। তার মৃত্যু নিয়ে এলাকাবাসীর মধ্যে ভিন্নমত দেখা যাচ্ছে।