খুলনায় সামাজিক ব্যবসার উদ্বোধন অনুষ্ঠিত
শুধু মুনাফা নয়, ব্যবসা হতে হবে টেকসই- এই লক্ষ্যকে সামনে রেখে খুলনায় সামাজিক ব্যবসার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এইচ আর এ ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় খালিশপুর প্লাটিনাম জুবলী জুট মিলস অফিসার্স ক্লাবে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রবাহের প্রকাশক ও সম্পাদক আশরাফুল হক। প্রধান আলোচক ছিলেন দৈনিক প্রবাহের নির্বাহী সম্পাদক ও সিইও এনামুল হক সায়েদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যুদ্ধাপরাধ মামলার সাক্ষী সুখরঞ্জন বালী এবং র্যাবের গুলিতে পা হারানো যুবক লিমন হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এইচ আর এ ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত সামাজিক ব্যবসার এ প্রকল্প বেকারত্ব হ্রাসের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। এটি একটি টেকসই ব্যবসায়িক মডেল হিসেবে কাজ করবে, যা দীর্ঘমেয়াদে উপকার বয়ে আনবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও অনুষ্ঠানের সভাপতি আরশ আলী জানান, সামাজিক ব্যবসার কার্যক্রম পরিচালনার জন্য সুখরঞ্জন বালীকে সুপারভাইজার এবং লিমন হোসেনকে ব্র্যান্ডিং বিভাগের দায়িত্ব প্রদান করা হয়েছে। ব্যবসাটি পোল্ট্রি, ফিশারিজ ও হর্টিকালচার খাতে বিনিয়োগ করবে, যা ভুক্তভোগীদের জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।