খুলনায় সরকারী হাজী মুহাম্মদ মুহসিন কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত
খুলনায় সরকারী হাজী মুহাম্মদ মুহসিন কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় খুলনা খালিশপুর সরকারী হাজী মুহাম্মদ মুহসিন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাজী মুহাম্মদ মুহসিন কলেজের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খালিশপুর সরকারী হাজী মুহাম্মদ মুহসিন কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু সালেহ শিমুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ মিরাজ হোসেনের সঞ্চালনায় এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সক্রেটিস বলেছিলেন, ‘সর্বোত্তমভাবে অর্থাৎ ভালোভাবে যে কাজ করা হয়, সেটাই দেশপ্রেম।’ শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় ধরে দেশের শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কাজ করতে চায়। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় তারা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বিশেষ বক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউল্লাহ আমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সরকারী হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আজম মোঃ আব্দুস সালাম। পরে অতিথিবৃন্দ একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন এবং উপহার প্রদান করেন।