ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় রোহিঙ্গাসহ দুইজন গ্রেফতার, ইয়াবা ও জাল টাকা উদ্ধার

মোঃ রবিউল হোসেন খান ; খুলনা::

খুলনায় বিপুল পরিমাণ ইয়াবা ও জাল টাকা সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ৭ ফেব্রুয়ারি সকালে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন আউটার বাইপাস সড়কের কফি হাউসের সামনে থেকে তাদের আটক করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, কক্সবাজার জেলার কুতুপালং ক্যাম্প ১ ইস্ট এ ১৬ ব্লকের মোজার মিয়ার ছেলে তৌহিদুল করিম। এবং যশোরের কেশবপুর উপজেলার শ্রীফলা গ্রামের মোঃ শহিদুল খানের ছেলে ইমরান খান।

আজ বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ কুতুবউদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে খুলনায় বিপুল পরিমাণ মাদক আনা হচ্ছে। এরপর পুলিশ সোনাডাঙ্গা আউটার বাইপাস সড়কে তল্লাশি অভিযান পরিচালনা করে।

সকাল সোয়া ৯টার দিকে কক্সবাজার থেকে খুলনা হয়ে যশোরগামী বলেশ্বর পরিবহনের একটি বাস তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় দুই যুবকের সন্দেহজনক আচরণের কারণে তাদের ব্যাগ তল্লাশি করা হয়। পুলিশের অভিযানে উদ্ধার হয়, ৯ হাজার পিস ইয়াবা, চার হাজার টাকার জাল নোট, দুটি মোবাইল ফোন, একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি)

অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানান, এই চালানটি খুলনা থেকে যশোরে পাচার করা হচ্ছিল। তিনি বলেন, এর আগে খুলনায় সর্বোচ্চ ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হলেও এবার এটি সবচেয়ে বড় চালান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মনিরুজ্জামান মিঠু, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাঃ আহসান হাবিব, পিপিএম,সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, মাদক চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃতদের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১১:৫১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
৫০১ বার পড়া হয়েছে

খুলনায় রোহিঙ্গাসহ দুইজন গ্রেফতার, ইয়াবা ও জাল টাকা উদ্ধার

আপডেট সময় ১১:৫১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

খুলনায় বিপুল পরিমাণ ইয়াবা ও জাল টাকা সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ৭ ফেব্রুয়ারি সকালে নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন আউটার বাইপাস সড়কের কফি হাউসের সামনে থেকে তাদের আটক করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, কক্সবাজার জেলার কুতুপালং ক্যাম্প ১ ইস্ট এ ১৬ ব্লকের মোজার মিয়ার ছেলে তৌহিদুল করিম। এবং যশোরের কেশবপুর উপজেলার শ্রীফলা গ্রামের মোঃ শহিদুল খানের ছেলে ইমরান খান।

আজ বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ কুতুবউদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে খুলনায় বিপুল পরিমাণ মাদক আনা হচ্ছে। এরপর পুলিশ সোনাডাঙ্গা আউটার বাইপাস সড়কে তল্লাশি অভিযান পরিচালনা করে।

সকাল সোয়া ৯টার দিকে কক্সবাজার থেকে খুলনা হয়ে যশোরগামী বলেশ্বর পরিবহনের একটি বাস তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় দুই যুবকের সন্দেহজনক আচরণের কারণে তাদের ব্যাগ তল্লাশি করা হয়। পুলিশের অভিযানে উদ্ধার হয়, ৯ হাজার পিস ইয়াবা, চার হাজার টাকার জাল নোট, দুটি মোবাইল ফোন, একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি)

অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানান, এই চালানটি খুলনা থেকে যশোরে পাচার করা হচ্ছিল। তিনি বলেন, এর আগে খুলনায় সর্বোচ্চ ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হলেও এবার এটি সবচেয়ে বড় চালান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মনিরুজ্জামান মিঠু, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাঃ আহসান হাবিব, পিপিএম,সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, মাদক চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃতদের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464