খুলনায় নারী সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন
নারী সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত তিনদিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে শেষ হয়েছে। আজ ১১ আগস্ট বিকালে নগরীর হোটেল রয়েল ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এশিয়া ফাউন্ডেশন এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহযোগিতায় নিউজ নেটওয়ার্ক এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে খুলনায় কর্মরত বিভিন্ন সংবাদপত্র, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার ১৬ জন নারী সাংবাদিক অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। প্রশিক্ষণের সভাপতিত্ব করেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহিদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন খুলনা সমন্বয়কারী দিদারুল আলম, প্রশিক্ষক বিশিষ্ট সাংবাদিক জিয়াউর রহমান, মীর রায়হান মাসুদ এবং কর্মকর্তা রেজাউল করিম।
তিন দিনের এই প্রশিক্ষণে নারী সাংবাদিকদের জন্য প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মিডিয়া কর্মজীবনে আরও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হয়।