খুলনায় নাগরিক সমাজের মশারী মিছিল
মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষার দাবিতে এবং নিয়মিত মশা নিধন কার্যক্রম পরিচালনার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে এক ব্যতিক্রমী মশারী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ) সকাল ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় পিকচার প্যালেস মোড়ে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক এডভোকেট আ ফ ম মহসীন এবং সঞ্চালনায় ছিলেন এডভোকেট বাবুল হাওলাদার। এতে আরও বক্তব্য রাখেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফউজ্জামান, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, নাগরিক নেতা মিনা আজিজুর রহমান, মিজানুর রহমান বাবু, জাসদ নেতা রেজাউল করিম, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ নাসির উদ্দিন, নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর খুলনা মহানগর সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, কবি ও সাংবাদিক আবু আসলাম বাবু, সমাজসেবক মীর কবির হোসেনসহ আরও অনেকে।
বক্তারা খুলনা সিটি করপোরেশনের ব্যর্থতার সমালোচনা করে বলেন, মহানগরীর মশা নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় নগরবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে। বর্তমানে মশার উপদ্রব এতটাই অসহনীয় পর্যায়ে পৌঁছেছে যে, শুধু রাতে নয়, দিনেও মশার আক্রমণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
তারা আরও উল্লেখ করেন, কিছুদিন আগেও ডেঙ্গু ও চিকনগুনিয়া খুলনায় প্রায় মহামারির রূপ নিয়েছিল, যার ফলে অনেকেই মৃত্যুবরণ করেছেন। তবে, এখনো পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় মশা নিধনে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। মাঝে মাঝে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে কিছু ওষুধ ছিটানো হলেও, পুরো নগরীর জন্য তা পর্যাপ্ত নয়।
সমাবেশে বক্তারা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন, ড্রেন, খাল, পুকুর, ডোবা, জলাশয়, নর্দমা ও ঝোপঝাড় নিয়মিত পরিষ্কার রাখা, ভেজালবিহীন, কার্যকর কিটনাশক পরিকল্পিত উপায়ে ছিটানো, মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা এবং লার্ভা বিনষ্টে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
বক্তারা সতর্ক করে বলেন, যদি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, তবে নগরবাসীকে সঙ্গে নিয়ে আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।