খুলনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
খুলনায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত (৫০) ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নগরীর ১০ তলা শিল্প ব্যাংক ও জীবন বীমা অফিসের পেছন থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
খুলনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি খুলনা স্টেশনে যাত্রী নামিয়ে ওয়াশ ফিল্ডে যাচ্ছিল। এ সময় নিউ মার্কেট সংলগ্ন জীবন বীমা অফিস ও বায়তুন নূর শপিং সেন্টারের পাশের গলি দিয়ে এক ব্যক্তি হঠাৎ দৌড়ে এসে ট্রেনের নিচে ঝাঁপ দেন। প্রত্যক্ষদর্শীরা তাকে থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।
ট্রেনটি অতিক্রম করার পর ঘটনাস্থলে তার দেহ দ্বিখণ্ডিত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
খুলনা রেলওয়ে পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিস্তারিত তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।