খুলনায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
খুলনার সাচিবুনিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় রাজিব টিকাদার (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিব বটিয়াঘাটা উপজেলার চক্রাখালি গ্রামের বাসিন্দা এবং পরিমল টিকাদারের ছেলে।
খুলনা রেলওয়ে পুলিশের এসআই এমদাদুল হক জানান, নিহত রাজিব পারিবারিক কারণে বাবার কাছে টাকা চেয়েছিলেন। টাকা না পেয়ে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর সাচিবুনিয়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে মোংলাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা (নং- ৯, তারিখ: ২৬/২/২৫) দায়ের করা হয়েছে।
ট্যাগস :