ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

মোঃ রবিউল হোসেন খান ; খুলনা::

প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে চার দিনের আন্দোলন শেষে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কর্মবিরতি স্থগিত করেছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে খুলনা, বাগেরহাট, যশোরসহ ১৫ জেলার ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হয়েছে।

এর আগে, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে ২৬ জানুয়ারি দুপুর থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। ফলে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়।

আজ সকাল ৮টা থেকে ডিপো থেকে জ্বালানি উত্তোলন ও সরবরাহ পুনরায় শুরু হলে সকাল ৯টার পর থেকে বিভিন্ন পাম্পে তেল বিক্রি স্বাভাবিক হয়।

ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন,
“প্রশাসন আমাদের দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছে। তাই আপাতত আমরা কর্মবিরতি স্থগিত করেছি।”

পদ্মা, মেঘনা, যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী জানান,
“কর্মবিরতি স্থগিত করা হয়েছে এবং সকাল থেকে জ্বালানি উত্তোলন ও সরবরাহ স্বাভাবিকভাবে চালু হয়েছে।”

এতে খুলনা বিভাগসহ ১৫ জেলার জ্বালানি তেল সরবরাহ পুনরায় চালু হওয়ায় পরিবহন ও শিল্প খাত কিছুটা স্বস্তিতে ফিরেছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
৫৩৫ বার পড়া হয়েছে

খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

আপডেট সময় ০৮:২৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে চার দিনের আন্দোলন শেষে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কর্মবিরতি স্থগিত করেছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে খুলনা, বাগেরহাট, যশোরসহ ১৫ জেলার ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হয়েছে।

এর আগে, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে ২৬ জানুয়ারি দুপুর থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। ফলে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়।

আজ সকাল ৮টা থেকে ডিপো থেকে জ্বালানি উত্তোলন ও সরবরাহ পুনরায় শুরু হলে সকাল ৯টার পর থেকে বিভিন্ন পাম্পে তেল বিক্রি স্বাভাবিক হয়।

ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন,
“প্রশাসন আমাদের দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছে। তাই আপাতত আমরা কর্মবিরতি স্থগিত করেছি।”

পদ্মা, মেঘনা, যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী জানান,
“কর্মবিরতি স্থগিত করা হয়েছে এবং সকাল থেকে জ্বালানি উত্তোলন ও সরবরাহ স্বাভাবিকভাবে চালু হয়েছে।”

এতে খুলনা বিভাগসহ ১৫ জেলার জ্বালানি তেল সরবরাহ পুনরায় চালু হওয়ায় পরিবহন ও শিল্প খাত কিছুটা স্বস্তিতে ফিরেছে।