ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় ঐতিহ্যবাহী পঞ্চবীথি ক্রীড়াচক্র দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

মোঃ রবিউল হোসেন খান ; খুলনা::

খুলনার শান্তিধাম মোড় এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী পঞ্চবীথি ক্রীড়া চক্রের কার্যালয় দখল নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। গতকাল দুপুর আড়াইটার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ক্লাবটির তালা ভেঙে প্রবেশ করে এবং দলীয় সাইনবোর্ড টানিয়ে দেন।

জানা গেছে, পঞ্চবীথি ক্রীড়া চক্র ক্লাবটি দীর্ঘদিন ধরে গনপুর্ত বিভাগের একটি পুরাতন ভবনের দ্বিতীয় তলায় কার্যক্রম চালিয়ে আসছিল। তবে সম্প্রতি ক্লাবটির বিরুদ্ধে জুয়াসহ অসামাজিক কার্যক্রমের অভিযোগ ওঠে। ৫ আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে ক্লাবটি বন্ধ ছিল।

গণঅধিকার পরিষদের খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম জানান, তারা দীর্ঘদিন ধরে ক্লাবটির অনৈতিক কার্যক্রম সম্পর্কে অভিযোগ পেয়ে আসছিলেন। তদন্তের পর জানতে পারেন, ক্লাবটি অবৈধভাবে জায়গা দখল করে আছে। তারা বারবার ক্লাব কর্তৃপক্ষকে সরে যেতে বললেও সাড়া না পাওয়ায়, অবশেষে তালা ভেঙে দখল নেওয়া হয়। ক্লাবের কক্ষ তিনটি তাদের নামে বরাদ্দ নেওয়ার জন্য গণপুর্ত বিভাগ ও বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করা হয়েছে।

অন্যদিকে, পঞ্চবীথি ক্রীড়া চক্রের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম দাবি করেন, সরকারি বরাদ্দ নিয়েই তারা দীর্ঘদিন ক্লাবের কার্যক্রম চালিয়ে আসছেন। তিনি বলেন, ক্লাবটি বন্ধ থাকলেও, যদি সেখানে কোনো অনৈতিক কার্যক্রম চলতো, তবে সাধারণ মানুষ তা জানতে পারত। তালা ভেঙে প্রবেশের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব বাবুল হাওলাদার রাজনৈতিক দলগুলোর এ ধরনের দখলদারিত্বের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড অসাধু ব্যক্তিদের উৎসাহিত করে এবং নগরীর শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি করে। প্রশাসনকে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০১:১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
৫১১ বার পড়া হয়েছে

খুলনায় ঐতিহ্যবাহী পঞ্চবীথি ক্রীড়াচক্র দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

আপডেট সময় ০১:১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

খুলনার শান্তিধাম মোড় এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী পঞ্চবীথি ক্রীড়া চক্রের কার্যালয় দখল নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। গতকাল দুপুর আড়াইটার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ক্লাবটির তালা ভেঙে প্রবেশ করে এবং দলীয় সাইনবোর্ড টানিয়ে দেন।

জানা গেছে, পঞ্চবীথি ক্রীড়া চক্র ক্লাবটি দীর্ঘদিন ধরে গনপুর্ত বিভাগের একটি পুরাতন ভবনের দ্বিতীয় তলায় কার্যক্রম চালিয়ে আসছিল। তবে সম্প্রতি ক্লাবটির বিরুদ্ধে জুয়াসহ অসামাজিক কার্যক্রমের অভিযোগ ওঠে। ৫ আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে ক্লাবটি বন্ধ ছিল।

গণঅধিকার পরিষদের খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম জানান, তারা দীর্ঘদিন ধরে ক্লাবটির অনৈতিক কার্যক্রম সম্পর্কে অভিযোগ পেয়ে আসছিলেন। তদন্তের পর জানতে পারেন, ক্লাবটি অবৈধভাবে জায়গা দখল করে আছে। তারা বারবার ক্লাব কর্তৃপক্ষকে সরে যেতে বললেও সাড়া না পাওয়ায়, অবশেষে তালা ভেঙে দখল নেওয়া হয়। ক্লাবের কক্ষ তিনটি তাদের নামে বরাদ্দ নেওয়ার জন্য গণপুর্ত বিভাগ ও বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করা হয়েছে।

অন্যদিকে, পঞ্চবীথি ক্রীড়া চক্রের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম দাবি করেন, সরকারি বরাদ্দ নিয়েই তারা দীর্ঘদিন ক্লাবের কার্যক্রম চালিয়ে আসছেন। তিনি বলেন, ক্লাবটি বন্ধ থাকলেও, যদি সেখানে কোনো অনৈতিক কার্যক্রম চলতো, তবে সাধারণ মানুষ তা জানতে পারত। তালা ভেঙে প্রবেশের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব বাবুল হাওলাদার রাজনৈতিক দলগুলোর এ ধরনের দখলদারিত্বের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড অসাধু ব্যক্তিদের উৎসাহিত করে এবং নগরীর শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি করে। প্রশাসনকে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464