খালিশপুরে পূর্ব শত্রুতার জেরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
খুলনা নগরীর খালিশপুরে পূর্ব শত্রুতার জেরে মো. সবুজ খান (৪৫) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে হাউজিং বাজার সংলগ্ন বক্কার বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সবুজ খান খালিশপুর বঙ্গবাসী এলাকার লেদু খাঁ’র ছেলে। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাকে রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর ৬-৭ জন সশস্ত্র সন্ত্রাসী তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। দুই হাত, হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে গভীর কোপে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের জামাই বাবু অভিযোগ করে বলেন, “গত ৫ অক্টোবর স্থানীয় মাদক ও মামলাবাজ নাজমা গংদের বিরুদ্ধে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছিল। সেই ঘটনার জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িত সন্দেহে নাজমা নামে এক নারীকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
 
																			 
										 
								                                        













