ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই

প্রসেনজিৎ চন্দ্র শর্মা,দিনাজপুর::

দিনাজপুরের খানসামায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর ম্যানেজারকে শ্বাসরোধ করে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে শনিবার (তারিখ উল্লেখ করুন) রাত ১১টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের গারপাড়া গ্রামের জহরুল হাজীর পুকুরপাড় কালভার্ট এলাকায়।

ভুক্তভোগী ব্যবসায়ী জিকরুল হক, পাকেরহাট বাজারের লাবীবা টেলিকম এন্ড খিদমা আতর হাউসের স্বত্বাধিকারী। জানা যায়, তার ম্যানেজার ব্রজেন প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ওতপেতে থাকা তিনজনের একটি ছিনতাইকারী দল তাকে আটকিয়ে শ্বাসরোধ করে এবং তার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়, যেখানে চার লক্ষ টাকা ছিল।

ব্যবসায়ী জিকরুল হক জানান, “আমার ম্যানেজার ব্রজেন দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে কালিতলা পর্যন্ত এক ভাতিজার সঙ্গে ছিল। এরপর সে একাই রওনা দেয়। কিন্তু জহরুল হাজীর পুকুরপাড় এলাকায় ওতপেতে থাকা তিনজন ছিনতাইকারী তার গাড়ির চাবি বন্ধ করে দিয়ে তার ওপর হামলা চালায়। তারা তার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিতে চেষ্টা করে এবং মাটিতে ফেলে শ্বাসরোধের চেষ্টা করে। চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।”

ভুক্তভোগী ম্যানেজার ব্রজেন বলেন, পাকেরহাট থেকে বাড়ি ফেরার পথে মুখোশ পরা তিনজন ব্যক্তি আমাকে আক্রমণ করে। তারা আমার গলা চেপে ধরে মারধর করে এবং আমাকে ফেলে দিয়ে ব্যাগটি ছিনিয়ে নেয়। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, আমার ছিনতাই হওয়া টাকা উদ্ধার করে দিলে অনেক উপকার হবে।

এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজমূল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি এবং অভিযোগ পেলে নিয়মিত মামলা রুজু করা হবে।

এ ঘটনায় ব্যবসায়ীসহ স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৭:১২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
৫২৮ বার পড়া হয়েছে

খানসামায় ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় ০৫:২৭:১২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

দিনাজপুরের খানসামায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর ম্যানেজারকে শ্বাসরোধ করে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে শনিবার (তারিখ উল্লেখ করুন) রাত ১১টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের গারপাড়া গ্রামের জহরুল হাজীর পুকুরপাড় কালভার্ট এলাকায়।

ভুক্তভোগী ব্যবসায়ী জিকরুল হক, পাকেরহাট বাজারের লাবীবা টেলিকম এন্ড খিদমা আতর হাউসের স্বত্বাধিকারী। জানা যায়, তার ম্যানেজার ব্রজেন প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ওতপেতে থাকা তিনজনের একটি ছিনতাইকারী দল তাকে আটকিয়ে শ্বাসরোধ করে এবং তার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়, যেখানে চার লক্ষ টাকা ছিল।

ব্যবসায়ী জিকরুল হক জানান, “আমার ম্যানেজার ব্রজেন দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে কালিতলা পর্যন্ত এক ভাতিজার সঙ্গে ছিল। এরপর সে একাই রওনা দেয়। কিন্তু জহরুল হাজীর পুকুরপাড় এলাকায় ওতপেতে থাকা তিনজন ছিনতাইকারী তার গাড়ির চাবি বন্ধ করে দিয়ে তার ওপর হামলা চালায়। তারা তার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিতে চেষ্টা করে এবং মাটিতে ফেলে শ্বাসরোধের চেষ্টা করে। চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।”

ভুক্তভোগী ম্যানেজার ব্রজেন বলেন, পাকেরহাট থেকে বাড়ি ফেরার পথে মুখোশ পরা তিনজন ব্যক্তি আমাকে আক্রমণ করে। তারা আমার গলা চেপে ধরে মারধর করে এবং আমাকে ফেলে দিয়ে ব্যাগটি ছিনিয়ে নেয়। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, আমার ছিনতাই হওয়া টাকা উদ্ধার করে দিলে অনেক উপকার হবে।

এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজমূল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি এবং অভিযোগ পেলে নিয়মিত মামলা রুজু করা হবে।

এ ঘটনায় ব্যবসায়ীসহ স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।