ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

খানসামায় ঝুঁকিপূর্ণ ব্রিজে চলাচল, গ্রামবাসীর দুর্ভোগ চরমে

প্রসেনজিৎ চন্দ্র শর্মা,দিনাজপুর::

দিনাজপুরের খানসামা উপজেলার গোবিন্দপুর এলাকার ভূল্লির নদীতে নির্মিত ব্রিজটি আট বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজটি ২০১৪-১৫ অর্থবছরে ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় নির্মাণ করা হলেও অল্প সময়ের মধ্যেই সেটি দেবে যায়। এদিকে দীর্ঘদিন পেরিয়ে গেলেও ব্রিজটির পুনর্নির্মাণে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।

ব্রিজটির পশ্চিম অংশের বালু ও মাটি সরে যাওয়ায় এটি দেবে গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ব্রিজটির নির্মাণকাজ প্রাক্কলন অনুযায়ী না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে দুই গ্রামের মানুষ, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা, চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।

গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মোসলেম উদ্দিন জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে ব্রিজটি অনিয়মের মাধ্যমে নির্মাণ করা হয়। তখন থেকেই এটি দুর্বল ছিল। ভেঙে যাওয়ার পর আমরা নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছি, কিন্তু কোনো সমাধান হয়নি।

অন্য এক বাসিন্দা ওবায়দুর রহমান বলেন, ব্রিজটি নির্মাণ না হওয়ায় এলাকার মানুষকে অনেক ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। এটি সংস্কার বা পুনর্নির্মাণ করা হলে আমাদের ভোগান্তি কমে যেত।

স্থানীয়রা অভিযোগ করেছেন, আট বছর ধরে ব্রিজটি মেরামতের বিষয়ে কোনো উদ্যোগ না নেওয়া প্রশাসনের ব্যর্থতা। শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ, সবাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে এই ব্রিজ ব্যবহার করছে।

গোবিন্দপুর ও আশপাশের গ্রামের মানুষ দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসনের প্রতি তাদের আহ্বান, এই সমস্যার স্থায়ী সমাধান করা হোক, যাতে গ্রামবাসীর যাতায়াত সহজ এবং নিরাপদ হয়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
৫০৯ বার পড়া হয়েছে

খানসামায় ঝুঁকিপূর্ণ ব্রিজে চলাচল, গ্রামবাসীর দুর্ভোগ চরমে

আপডেট সময় ১২:৪৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

দিনাজপুরের খানসামা উপজেলার গোবিন্দপুর এলাকার ভূল্লির নদীতে নির্মিত ব্রিজটি আট বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজটি ২০১৪-১৫ অর্থবছরে ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় নির্মাণ করা হলেও অল্প সময়ের মধ্যেই সেটি দেবে যায়। এদিকে দীর্ঘদিন পেরিয়ে গেলেও ব্রিজটির পুনর্নির্মাণে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।

ব্রিজটির পশ্চিম অংশের বালু ও মাটি সরে যাওয়ায় এটি দেবে গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ব্রিজটির নির্মাণকাজ প্রাক্কলন অনুযায়ী না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে দুই গ্রামের মানুষ, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা, চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।

গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মোসলেম উদ্দিন জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে ব্রিজটি অনিয়মের মাধ্যমে নির্মাণ করা হয়। তখন থেকেই এটি দুর্বল ছিল। ভেঙে যাওয়ার পর আমরা নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছি, কিন্তু কোনো সমাধান হয়নি।

অন্য এক বাসিন্দা ওবায়দুর রহমান বলেন, ব্রিজটি নির্মাণ না হওয়ায় এলাকার মানুষকে অনেক ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। এটি সংস্কার বা পুনর্নির্মাণ করা হলে আমাদের ভোগান্তি কমে যেত।

স্থানীয়রা অভিযোগ করেছেন, আট বছর ধরে ব্রিজটি মেরামতের বিষয়ে কোনো উদ্যোগ না নেওয়া প্রশাসনের ব্যর্থতা। শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ, সবাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে এই ব্রিজ ব্যবহার করছে।

গোবিন্দপুর ও আশপাশের গ্রামের মানুষ দ্রুত নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসনের প্রতি তাদের আহ্বান, এই সমস্যার স্থায়ী সমাধান করা হোক, যাতে গ্রামবাসীর যাতায়াত সহজ এবং নিরাপদ হয়।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464