ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে ভোটার হালনাগাদ কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার::

ছবি: চেকপোস্ট

কেরানীগঞ্জ উপজেলায় ২০২৫ সালের ভোটার হালনাগাদ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া। এতে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমানারা বেগম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানরা।

সভা পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সুমন মিয়া।

সভায় ইউএনও রিনাত ফৌজিয়া বলেন, “সারা দেশের মতো কেরানীগঞ্জেও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। এবারের তালিকা হবে নির্ভুল, স্বচ্ছ ও সর্বজনগৃহীত। কোনো অবৈধ, রোহিঙ্গা বা বহিরাগত অনুপ্রবেশকারী ভোটার হতে পারবে না। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিকভাবে দায়িত্ব পালন করলেই আমরা নিরপেক্ষ ও বৈষম্যহীন একটি ভোটার তালিকা তৈরি করতে পারব।”

সভায় সংশ্লিষ্ট ব্যক্তিরা ভোটার হালনাগাদ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে মতামত প্রদান করেন এবং এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০২:২২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
৫৫২ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জে ভোটার হালনাগাদ কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০২:২২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

কেরানীগঞ্জ উপজেলায় ২০২৫ সালের ভোটার হালনাগাদ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া। এতে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমানারা বেগম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানরা।

সভা পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সুমন মিয়া।

সভায় ইউএনও রিনাত ফৌজিয়া বলেন, “সারা দেশের মতো কেরানীগঞ্জেও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। এবারের তালিকা হবে নির্ভুল, স্বচ্ছ ও সর্বজনগৃহীত। কোনো অবৈধ, রোহিঙ্গা বা বহিরাগত অনুপ্রবেশকারী ভোটার হতে পারবে না। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিকভাবে দায়িত্ব পালন করলেই আমরা নিরপেক্ষ ও বৈষম্যহীন একটি ভোটার তালিকা তৈরি করতে পারব।”

সভায় সংশ্লিষ্ট ব্যক্তিরা ভোটার হালনাগাদ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে মতামত প্রদান করেন এবং এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।