কুখ্যাত মাদক ব্যবসায়ী চপল আলী গ্রেপ্তার
রাজশাহীর বাঘায় শনিবার ভোরে (১১ জানুয়ারি ২০২৫) আলাইপুর এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী চপল আলী (৩৮) কে গ্রেফতার করেছে রাজশাহী র্যাব-৫ এর সিপিএসসি আভিযানিক দল। অভিযানে চপল আলীর বাড়ি থেকে ১৬১ বোতল ফেনসিডিল ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। চপল আলী আলাইপুর গ্রামের মৃত খামেদ আলীর ছেলে।
র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, আলাইপুর এলাকায় চপল আলী তার বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুত করে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এরপর র্যাবের আভিযানিক দল তার গতিবিধি পর্যবেক্ষণ করে এবং বাড়িতে অভিযান চালায়। বাড়ির তল্লাশি চালিয়ে শয়নকক্ষের এটাচড বাথরুমের লো কমোডের ভিতরে অভিনব কায়দায় লুকানো ১৬১ বোতল ফেনসিডিল ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত চপল আলী দীর্ঘদিন ধরে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছিল। তার বিরুদ্ধে মাদক ব্যবসা এবং হত্যাচেষ্টাসহ আটটি মামলা রয়েছে। তিনি অজ্ঞাত স্থান থেকে ফেনসিডিল, হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে স্থানীয় মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। এলাকায় তিনি কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
র্যাব-৫ জানিয়েছে, বাঘা থানায় ধৃত আসামি চপল আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিল ও হেরোইন থানায় হস্তান্তর করা হয়েছে।