কালাইয়ে হিমাগারের অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান
জয়পুরহাটের কালাইয়ে আলুর ন্যায্য মূল্যের দাবিতে ও হিমাগারে অতিরিক্ত ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে স্থানীয় কৃষক ও শিক্ষার্থীরা কালাই বাসস্ট্যান্ড চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কালাই শাখার সমন্বয়ক মোস্তাক আহম্মেদ রাতুল। এসময় বক্তব্য দেন ছাত্র প্রতিনিধি এহসান নাহিদ, শাহিনুর আলম এবং কৃষক আব্দুল গাফফার, মাহবুবুর রহমান প্রমুখ।
বিক্ষোভকারীদের দাবি-কৃষকদের চাহিদামাফিক হিমাগারে আলু সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত ভাড়া বন্ধ করতে হবে, কৃষকদের আলু তোলা শেষ না হওয়া পর্যন্ত হিমাগারে সংরক্ষণের সুযোগ দিতে হবে।
বক্তারা হুঁশিয়ারি দেন, যদি এসব দাবি পূরণ না হয়, তবে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহানের কাছে স্মারকলিপি প্রদান করেন।